World Record: মানুষ নাকি কল? এক মুহূর্ত না থেমে মুখ থেকে ৪.৫ লিটার জল বের করলেন ব্যক্তি, হল বিশ্ব রেকর্ড

বিচিত্রময় পৃথিবী। কত প্রতিভা, কত উৎকণ্ঠা যে নিত্যদিন শিরোনামে আসছে, কল্পনারই অতীত। এই পৃথিবীতে তো বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন। কেউ কেউ তাঁদের কাজের জন্য সুপরিচিত আবার কেউ কেউ তাঁদের অনন্য প্রতিভা দিয়ে নিজস্ব পরিচয় তৈরি করেছেন। সম্প্রতি, এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি তাঁর অনন্য প্রতিভার ভিত্তিতে সারা বিশ্বের সামনে নাম অর্জন করেছেন। ওই ব্যক্তি নিজের অদ্ভুত দক্ষতার জন্য সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছেন। ব্যক্তিটি তাঁর দক্ষতা দিয়ে এমনই একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছেন যে গিনেস ওয়ার্ল্ড বুকেও তাঁর নাম নিবন্ধন করা হয়েছে। দীর্ঘতম সময় ধরে একটুও না থেকে মুখ থেকে বালতি বালতি জল বের করার রেকর্ড রয়েছে এই ব্যক্তির।

  • এই ব্যক্তি প্রায় ৬ মিনিট ধরে তাঁর মুখ থেকে জল বের করতে পারেন

এটি অদ্ভুত শোনাতে পারে, তবে এটি একেবারে সত্য। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। যে ব্যক্তি রেকর্ডটি করেছেন তার নাম মা হুয়া এবং তিনি চিনের বাসিন্দা। বয়স মাত্র ৩৫ বছর। রেকর্ডটি তৈরি করতে, ৩৫ বছর বয়সী মা হুয়া প্রথমে ৪.৫ লিটার জল পান করেছিলেন এবং তারপরে ৫ মিনিট ৫১.৮৮ সেকেন্ড ধরে একটি কলের মতো অবিচ্ছিন্নভাবে নিজের মুখ থেকে জল বের করেই যাচ্ছিলেন তিনি। এই রেকর্ডের শর্ত ছিল মুখ থেকে অবিরাম জল বের হতে হবে এবং মুখ থেকে বেরোনো ওই জল ফোঁটা ফোঁটা পড়লে হবে। অর্থাৎ একবারেই জল বের করে নিতে হবে। আর শর্ত অনুযায়ী ওই একই কাজ করেছিলেন মা হুয়া। গিনেস ওয়ার্ল্ড বুক তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ব্যক্তির এই কীর্তি শেয়ার করেছে।

  • ভাইরাল ভিডিয়োটি দেখুন এখানে

আসলে, এই প্রতিযোগিতাকে বলা হয় ওয়াটার স্পাউটিং। জল বের করার এই প্রক্রিয়ায়, একজনকে প্রচুর পরিমাণে পান করতে হয় এবং নিজের পেশীগুলিকে নিয়ন্ত্রণ করে মুখ দিয়ে গিলে ফেলতে হয়। এর আগে এই রেকর্ডটি ছিল ইথিওপিয়ার কিরুবেল ইলমার নামে। ২০১৬ সালে ঠিক এমন রেকর্ড গড়েছিলেন তিনি। পরে এই রেকর্ড ভাঙেন ঘানার ডিক্সন ওপং ওরফে ওয়াটারম্যান। এখন এই রেকর্ডটি নিবন্ধিত হয়েছে চিনের মা হুয়ার নামে।