NIA Attacked in Bhupatinagar: সন্দেশখালির পুনরাবৃত্তি ভূপতিনগরে, হামলার শিকার NIA, উড়ে এল পাথর, আহত ২ অফিসার

বছরের প্রথম দিকেই সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। পরে বনগাঁর প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে গিয়েও আক্রান্ত হয়েছিল ইডি। সেই ধারাবাহিকতা বজায় থাকল বাংলায়। আজ সকাল সকাল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত হল এনআইএ। রিপোর্ট অনুযায়ী, এনআইএ তদন্তকারীদের গাড়িতে আজ ভাঙচুর চালানো হয়। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে বিস্ফোরণ কেঁপে উঠেছিল ভূপতিনগর। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের বিরুদ্ধে বেআইনি বাজি কারবারের অভিযোগ উঠে এসেছিল। সেই ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। সেই তদন্তের সূত্রে ভূপতিনগরে গিয়েই আজ আক্রান্ত হন এনআইএ তদন্তকারীরা। (আরও পড়ুন: স্টক মার্কেটে উত্থানের ফল, ২৮% সম্পদ বৃদ্ধি রাহুলের, কোন কোন শেয়ারে ঢেলেছেন টাকা)

আরও পড়ুন: বাংলার ৩ আসনে জিততে পারে বাম, কঠিন লড়াই আরও তিনে, দাবি ISI অধ্যাপকদের সমীক্ষায়

ভূপতিনগরের তদন্তে নেমে এক সপ্তাহ আগেই তৃণমূল কংগ্রেসের আট জন নেতাকে তলব করেছিল এনআইএ। জানা যায়, নবকুমার পাণ্ডা, মিলন বার, সুবীর মাইতি, অরুণ মাইতি ওরফে উত্তম মাইতি, শিবপ্রসাদ গায়েন, বলাইচরণ মাইতি, অনুব্রত জানা এবং মানবকুমার বড়ুয়াকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগেও একটি নোটিশ পাঠানো হয়েছিল এই আটজনকে। তবে তাঁরা সেই নোটিশে সাড়া দেননি। এই আবহে এক সপ্তাহ আগে দ্বিতীয়বারের জন্য নোটিশ পাঠানো হয়েছিল। তবে তাতেও সাড়া দেননি তৃণমূল নেতারা। এই আবহে আজ ঘটনার তদন্তের স্বার্থে ভূপতিনগরে পৌঁছেছিলেন তদন্তকারীরা। আর সেখানেই হামলার শিকার হলেন এনআইএ তদন্তকারীরা।

আরও পড়ুন: ‘১৫ লাখের অপেক্ষায় অনেকে ওপরে চলে গেছে’, মোদীর ‘প্রতিশ্রুতি’ নিয়ে বেলাগাম দিলীপ

দাবি করা হচ্ছে, ভূপতিনগর বিস্ফোরণের তদন্তের বিষয়ে জানতে আজ গ্রাম থেকে একজনকে আটক করেছিলেন তদন্তকারীরা। সেই ব্যক্তিকে জেরার করার জন্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় অনেকেই এনআইএ তদন্তকারীদের ঘিরে ফেলে সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার দাবি জানায়। জানা যায়, আটক ব্যক্তির নাম বলই। সেই সময় তদন্তকারীদের লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এর জেরে দুই এনআইএ অফিসার আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে তাঁদের চোট নাকি গুরুতর নয়। এদিকে হামলাকারীদের ছোড়া পাথরে এনআইএ-র বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, কেন্দ্রীয় এজেন্সির গাড়ির কাচ ভেঙেছে পাথরের আঘাতে। এদিকে আজকে এনআইএ তদন্তকারীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। এদিকে আক্রান্ত হওয়ার পর এনআইএ অফিসাররা স্থানীয় থনায় যান। লিখিত অভিযোগ জানানো হবে বলে জানা গিয়েছে। সেই প্রক্রিয়া চলছে। এর আগে গত ৫ জানুয়ারি এই একই দৃশ্য দেখা গিয়েছিল সন্দেশখালিতে। সেদিন আক্রান্ত হয়েছিল ইডি।