জিটি রোডে রামনবমীর শোভাযাত্রায় আপত্তি পুলিশের, আদালতে যেতে পারে বিজেপি ঘনিষ্ঠ সংগঠন

রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে গতবছর উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়া। এবারও হাওড়ার শিবপুরে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা করছে পুলিশ। তারওপর আবার শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। এই অবস্থায় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে অশান্তি এড়াতে তৎপর হয়েছে পুলিশ। তাই এবার শিবপুরের জিটি রোডে শোভাযাত্রার অনুমতি দিতে চাইছে না পুলিশ। তার পরিবর্তে ফোরশোর রোড দিয়ে শোভাযাত্রা করতে হবে বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশের এমন সিদ্ধান্ত মেনে নিতে চাইছে না শোভাযাত্রার সংগঠক ‘অঞ্জনি পুত্র সেনা’। জানা যাচ্ছে, এই সংগঠন হল বিজেপির নেতা-কর্মীদের নিয়ে গঠিত।

আরও পড়ুন: আরও ১১ জনকে গ্রেফতার করল এনআইএ, রামনবমীর হিংসার ঘটনায় বড় পদক্ষেপ

আগামী ১৭ এপ্রিল রামনবমীর শোভাযাত্রা। জি টি রোড ধরে শোভাযাত্রা করতে চেয়ে সংগঠনটি দু দুবার পুলিশের কাছে চিঠি দিয়েছে। তবে দুবারই পুলিশ জানিয়ে দিয়েছে, জিটি রোড দিয়ে শোভাযাত্রা করা যাবে না। যদিও সংগঠনের তরফে দাবি করা হয়েছে, তারা বারবার পুলিশকে চিঠি দিলেও পুলিশ তাদের লিখিতভাবে বা ই মেলে কিছু জানায়নি। এটা মৌখিকভাবে জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, জিটি রোড দিয়েই তারা শোভাযাত্রা করবে। তাদের বক্তব্য, ২০১৫ সাল থেকে তারা জিটি রোড দিয়েই কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত করছে। ফলে এবারও জিটি রোড ধরেই সভা করবে তারা। প্রয়োজন হলে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন।

তবে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার তারা মিছিলের সংগঠকদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বিকল্প রুটের কথা। সংগঠন আদালতে যেতে চাইলে যেতেই পারে। আদালতের নির্দেশ মেনে কাজ হবে। 

উল্লেখ্য, গত বছরে রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল জিটি রোড। তার আগের বছরেও রাম নবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল জি টি রোড। মূলত শিবপুরের জিটি রোডের পিএম বস্তির কাছেই সংঘর্ষ বেঁধেছিল। গত বছরের ৩০ মার্চ হয়েছিল রামনবমী। সেক্ষেত্রে প্রচুর বহিরাগত স্থানীয়দের ওপর লাঠি, তলোয়ার, হকিস্টিক নিয়ে হামলা চালিয়েছিল বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশ লাঠি চার্জ করে ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। ঘটনায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়। বহু আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র উদ্ধার হয়। পরে মামলা গড়ায় আদালতে। তদন্তভার নেয় এনআইএ।