পূর্ব লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল

পূর্ব লেবাননের বেকা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। রবিবার (৭ এপ্রিল) ভোরে লেবাননের দুটি নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, সিরিয়ার সীমান্তবর্তী জনতা গ্রামে হিজবুল্লাহর একটি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছে ইসরায়েল।

সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, একটি হামলার লক্ষ্য ছিল পূর্বাঞ্চলীয় বালবেকের কাছে সাফরি শহরে। তবে হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার লেবাননের ওপর ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় লেবাননের ভূখণ্ডে হার্মিস ৯০০ টাইপ ইসরায়েলি সেনাবাহিনীর একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে হিজবুল্লাহ যোদ্ধারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায়ে আদ্রেই বলেছেন, ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ড্রোনটি লেবাননের ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। 

ইসরায়েল গাজায় হামলা শুরু করার পর, গত ৮ অক্টোবর থেকেই লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলের সঙ্গে খণ্ড লড়াইয়ে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।