বেআইনি নির্মাণ এবার আসবে প্রকাশ্যে, কলকাতা পুরসভা নিয়ে আসছে নয়া ওয়েবসাইট

গার্ডেনরিচে বাড়ি ভেঙে পড়ে বিপর্যয়ের ঘটনা কলকাতা পুরসভাকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। তবে মেয়র ফিরহাদ হাকিম তৎপর হয়ে তদন্ত থেকে শুরু করে বিল্ডিং বিভাগের অফিসারদের তুলোধনা করেছিলেন। এবার বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ প্রকাশ্যে আনতে চলেছে কলকাতা পুরসভা। আর তাই শহরের নাগরিকদের কাছে প্রকাশ্যে অবৈধ নির্মাণের তথ্য তুলে ধরতে চায় কলকাতা পুরসভা। এবার কলকাতা পুরসভার ওয়েবসাইটেই মিলবে সব তথ্য। গার্ডেনরিচে বেআইনি বহুতলে ধস নেমেছিল। তাতে ১৩ জন মারা গিয়েছিল। তারপর কলকাতা পুরসভা বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ শুরু করে। এবার সেগুলিই জনসাধারণের সামনে তুলে ধরতে ব্যবস্থা করছে কলকাতা পুরসভা।

এদিকে বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্টও। আর তার পরই কড়া নির্দেশ দেন মেয়র। ফিরহাদ হাকিম নির্দেশ দেন, এবার থেকে কলকাতা পুরসভায় বসে আর বেআইনি নির্মাণের তথ্য অনুসন্ধান করা যাবে না। প্রত্যেক ওয়ার্ডে ঘুরতে হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের। রোজ সকালে তাঁরা বেরিয়ে প্রত্যেকটি ওয়ার্ডের নানা এলাকায় বেআইনি নির্মাণ হচ্ছে কিনা খুঁজে দেখবেন। যদি বেআইনি নির্মাণ দেখতে পান তাহলে সেটার ছবি, এলাকার লোকেশন এবং যাবতীয় তথ্য অ্যাপের মাধ্যমে তাঁরা পৌঁছে দেবেন ঊর্ধ্বতন অফিসারদের। আর সেই তথ্যই এবার কলকাতার নাগরিকদের সামনে নিয়ে আসা হবে।

আরও পড়ুন:‌ আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কোথা থেকে প্রচার শুরু করবেন?‌

অন্যদিকে কলকাতা পুরসভার ওয়েবসাইটে নির্দিষ্ট ওয়ার্ডের নম্বর দিয়ে ক্লিক করলেই মিলবে সেই ওয়ার্ডের কোথায় ইঞ্জিনিয়ারদের নজরে এসেছে বেআইনি নির্মাণ। আর তার সঙ্গে তথ্য ও ছবি। একদম জনসমক্ষে চলে আসবে গোটা ঘটনা। তবে শুধুমাত্র বিল্ডিং বিভাগের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা দেখবেন এমনটা নয়, অ্যাসেসমেন্ট বিভাগ, লাইসেন্স বিভাগ থেকে শুরু করে জঞ্জাল সাফাই বিভাগের কর্মীদেরও সন্দেহজনক কোন নির্মাণ চোখে পড়লে কলকাতা পুরসভায় জানাতে পারবেন। তারপর সরেজমিনে তদন্ত করে অবৈধ নির্মাণ প্রমাণিত হলে ওয়েবসাইটে তোলা হবে।

এই ওয়েবসাইট কলকাতা শহরের মানুষজন অনায়াসে দেখতে পারবেন। আর কোথায় বেআইনি নির্মাণ আছে জানতে পারবেন। তাছাড়া কলকাতা পুরসভা তো আইনানুগ ব্যবস্থা নেবে। কলকাতা পুলিশও এই ওয়েবসাইটে ঢুকে বিস্তারিত তথ্য হাতে পাবে। বেআইনি নির্মাণ নিয়ে যাবতীয় অভিযোগের শুনানি কোন পর্যায়ে রয়েছে এবং আদালতের কি রায় সেটাও জানতে পারবেন সকলে। কলকাতা পুরসভা এই ওয়েবসাইট তৈরি করেছে বেআইনি নির্মাণ ঠেকাতে। কলকাতা পুরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে দেশের প্রথম কোন পুরসভা বেআইনি নির্মাণ এভাবে জনসমক্ষে নিয়ে আসতে চলেছে।