লন্ডনের এয়ারপোর্টে দুটি বিমানের ধাক্কা, ভেঙে গেল ডানার অংশ, নিরাপদে যাত্রীরা

বিমানবন্দরে ধাক্কা লাগল দুটি বিমানের। যদিও বড়সর দুর্ঘটনা ঘটেনি। তবে দুটি বিমানই সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ভার্জিন আটলান্টিক বোয়িং ৭৮৭ এবং ব্রিটিশ এয়ারওয়েজ এয়ারবাস এ ৩৫০ বিমানের মধ্যে ধাক্কা লাগে। ঘটনার পরেই দমকলের ইঞ্জিন এবং অন্যান্য আপতকালীন পরিষেবা সেখানে পৌঁছে যায়। তবে বিমানের সমস্ত যাত্রী নিরাপদ ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: ১৪ জন যাত্রী নিয়ে ভারতের মাটিতে ভেঙে পড়ল পড়শি দেশের সামরিক বিমান

জানা যাচ্ছে, ৩ এ টার্মিনাল থেকে যাত্রী ফাঁকা করে খালি ভার্জিন ৭৮৭ বিমানটি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ব্রিটিশ এয়ারওয়েজের এয়ারবাস এ ৩৫০ বিমানের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনায় দুটি বিমানের ডানার কিছুটা অংশ ভেঙে যায়। ভার্জিন ৭৮৭ বিমানটি খালি থাকলেও এ ৩৫০ বানে যাত্রী বোঝাই ছিল। এদিন দুর্ঘটনার পরেই দমকলের ৫ টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পাশাপাশি জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ শুরু করা হয়। জানা গিয়েছে, ঘটনার সময় দুটি বিমানের গতি কম ছিল। ফলে সেরকমভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানাচ্ছে, ভার্জিন বিমানটি সবেমাত্র যাত্রা শেষ করার কারণে সেটিকে এয়ারফিল্ডের অন্য অংশে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। ভার্জিন আটলান্টিক কর্তৃপক্ষ এই ঘটনার পরেই একটি বিবৃতি জারি করে। সেখানে ভার্জিন আটলান্টিকের একজন মুখপাত্র জানান, লন্ডন হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল ৩ এ স্ট্যান্ড থেকে খালি বিমান নিয়ে যাওয়ার সময় ডানার সঙ্গে অন্য একটি বিমানের ধাক্কা লাগে।

মুখপাত্র আরও জানান, ভার্জিন আটলান্টিক বিমানে কোনও যাত্রী ছিল না। তারা নিরাপত্তা নিয়ে খুবই সচেতন। এই ঘটনায় তদন্ত করে খতিয়ে দেখা হবে কেন এই ধরনের ঘটনা ঘটল। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, বিমানটিতে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দেখছেন। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে বলে মুখপাত্র জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ এয়ারওয়েজ ওই বিমানটির বয়স ৪.৪ বছর। তবে কেন এই ধরনের ঘটনা ঘটল? এর পিছনে কারও গাফিলতি রয়েছে কি না তদন্তের পরেই তা জানা যাবে বলে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে। এদিনের ঘটনার জেরে অন্য কোনও বিমান পরিষেবা ব্যাহত হয়নি বলেই বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে।