হোটেলের বিছানায় চূড়ান্ত নোংরামি! কাঠগড়ায় দুই ভারতীয় তারকা, আর থাকবেনই না রোহিত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেটফ্লিক্সে চলছে দ্য় গ্রেট ইন্ডিয়ান কপিল শো (Netflix’s The Great Indian Kapil Show)। কপিল শর্মার অতিথি হয়ে জনপ্রিয় এই কমেডি শোয়ে এসেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কপিলের সঙ্গে রোহিতের হাসিঠাট্টার একাধিক মুহূর্ত নিয়ে রীতিমতো চর্চা চলছে। আর এই অনুষ্ঠানে এসে রোহিত জানিয়েছেন যে, যাই হয়ে যাক না কেন, তিনি কিছুতেই হোটেলের রুম শেয়ার করবেন না দুই তারকা ক্রিকেটারের সঙ্গে! তাঁরা হলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও ঋষভ পন্থ (Rishabh Pant)।

আরও পড়ুন: Rohit Sharma | Mumbai Indians: অশান্তি তুঙ্গে… নীতার সংসার ছাড়ছেন রোহিত! তাঁর পথেই দলের জোড়া মেগাস্টারও

কেন রোহিত থাকবেন না ধাওয়ান-ঋষভের সঙ্গে! এই প্রসঙ্গে কপিলকে ভারত অধিনায়ক বলেন, ‘এখন তো দলের সকলেই সিঙ্গল রুম পায়। কিন্তু আমাকে যদি কখনও কারোর সঙ্গে সিঙ্গল রুম শেয়ার করতে হয়, তাহলে আমি কিছুতেই শিখর ধাওয়ান ও ঋষভ পন্থের সঙ্গে ওই ঘরে থাকব না। দু’জনেই অত্য়ন্ত নোংরা। অনুশীলনের পর হোটেলের ঘরে ঢুকেই সব জামাকাপড় বিছানায় ছু়ড়ে দেয়। ওদের হোটেলের ঘরে সবসময় ডিএনডি (ডু নট ডিসটার্ব) বোর্ড ঝোলানো থাকে। দুপুর একটা পর্যন্ত ঘুমিয়ে থাকে ওরা। হাউসকিপিংয়ের স্টাফরা সকালে ঘরে এসে ঘর পরিষ্কার করে বেরিয়ে যায়। তিন-চার ঘণ্টা নাহলে ওদের ঘর নোংরাই থাকবে। ওদের সঙ্গে যারা থাকে, তাদের সমস্যা হয়ে যায়। আমার মনে হয় না যে, আমি ওদের সঙ্গে থাকতে পারব।’

আরও পড়ুন: Rohit Sharma | Mumbai Indians: ‘মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা’! চলে এল বিরাট ব্রেকিং

এই অনুষ্ঠানেই রোহিত জানিয়েছেন যে, তিনি ভেবেছিলেন যে, ভারতে বিশ্বকাপ হওয়া সত্ত্বেও তাঁর টিম জিততে পারেনি, এটা ভেবেই হয়তো দেশের মানুষ রেগে যাবেন। কিন্তু হিটম্য়ান বলেছেন যে, তিনি অবাক হয়েছেন যে, বিশ্বকাপের পর যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছেন। সকলেই রোহিতকে বলেছেন যে, বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত ভারতের ক্রিকেট উপভোগ করেছেন তাঁরা। তবে কাপ না জেতার আক্ষেপ আজও রোহিতের বুকে বাঁধে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)