IPL 2024: Rohit Sharma jokes about two teammates he would not share room get to know

মুম্বই: ব্যাট হাতে নিজের দিনে কোনও বোলারকেই রেয়াত করেন না। কিন্তু মাঠে হোক বা মাঠের বাইরে, বেজায় হাসিখুশি মেজাজের রোহিত শর্মার। বিভিন্ন সময় দলের সতীর্থদের সঙ্গে খুনসুঁটি করতে দেখা গিয়েছে তাঁকে। এবার দলেরই ২ সতীর্থের বিরুদ্ধে অভিযোগ তুললেন ভারত অধিনায়ক। তবে নিছকই মজার ছলে। এক শোয়ে উপস্থিত হয়ে রোহিত জানিয়েছেন যে রুম পার্টনার হিসেবে শিখর ধবন ও ঋষভ পন্থের সঙ্গে কখনওই থাকতে চাইবেন না তিনি। 

সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন রোহিত ও শ্রেয়স আইয়ার। ভারতীয় দল ও দলের সতীর্থদের নিয়ে নানারকম মজাদার তথ্য বেরিয়ে আসে দু জনের কথা বার্তায়। দেশ বিদেশে বিভিন্ন সময় সফর করতে হয় ভারতীয় দলকে। সেখানে ক্রিকেটারদের রুম ভাগ করে থাকতে হয় হোটেলে। যদিও এখন এমনটা খুব একটা হয় না। তবে যদি তেমনটা হত, সেক্ষেত্রে কী করতেন রোহিত? সেই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক বলেন, ”এখন আর রুম ভাগ করে থাকতে হয় না। এখন প্রত্যেক প্লেয়ার আলাদা আলাদা ঘর পান। কিন্তু যদি আমাকে তবুও কারও সঙ্গে রুম ভাগ করে থাকতে হয়, তবে আমি কোনওভাবেই চাইব না ধবন ও পন্থের সঙ্গে রুম ভাগ করে থাকতে। কারণ ওদের একটা দোষ হচ্ছে যে তিন চারদিন ধরে ঘর নোঙরা রাখে ভীষণভাবে।”

রোহিত হাসতে হাসতে আরও বলেন, ”দুপুর ১ টা পর্যন্ত ঘুমোয়। সারাক্ষণ ঘরের বাইরে ডু নট ডিস্টার্ব লেখা থাকে। হাউসকিপিংয়ের ব্যক্তিরা সকালে ঘর পরিষ্কার করতে এসে ফিরে যান মাঝে মাঝে। ফলে তিন চারদিন ধরে নোংরা পড়ে থাকে রুম।”

ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে হারের প্রসঙ্গ টেনে রোহিত শোয়ে এসে বলেন,  ”ফাইনালে অস্ট্রেলিয়া দারুণ ক্রিকেট খেলেছিল। আমরা তিন উইকেট তুলে নিতে পেরেছিলাম ওদের। কিন্তু সেখান থেকেও রান তাড়া করে ম্য়াচ জিতে গিয়েছিলল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ হয়েছিল ভারতে। আর আমরা দেশের মাটিতে বিশ্বকাপ জিততে পারিনি। আমি ভেবেছিলাম যে দেশবাসী আমাদের ওপর ভীষণ রেগে আছেন। কিন্তু আমি অবাক হয়ে গিয়েছিলাম যে সবাই আমাদের খেলার প্রশংসা করেছে। তাঁরা কতটা উপভোগ করেছে ম্য়াচ, সে বিষয়ে কথা বলেছে।”

আরও পড়ুন: দুই হাতে ক্রাচ, ম্লান মুখ, কঠিন পথ অতিক্রম করে মহম্মদ শামির ফেরার লড়াই শুরু

আরও দেখুন