Mohammed Shami posts heartfelt message on social media as he aims for comeback

নয়াদিল্লি: গত বছর বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরেই রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। গোড়ালির চোটের জের আইপিএলে অংশগ্রহণ করতে পারেননি। তবে মাঠে ফেরার রাস্তা কঠিন হলেও, হাল ছাড়তে নারাজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের ফিটনেস নিয়ে আপডেট দিলেন।

বিশ্বকাপে অনবদ্য ফর্মে ছিলেন শামি। দল খেতাব হাতছাড়া করলেও, প্রথম ভারতীয় বোলার হিসাবে বিশ্বকাপে ৫০ উইকেটের নেওয়ার কৃতিত্ব গড়েন তিনি। তবে তারপরে ভারত-ইংল্যান্ড সিরিজ়ে মাঠে ফেরার কথা থাকলেও ফিরতে পারেননি তিনি। বাধ সাধে গোড়ালি। শেষমেশ বাধ্য হয়েই ফেব্রুয়ারিতে গোড়ালিতে অস্ত্রোপ্রচার করান শামি। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি দিয়ে শামি লেখেন, ‘অবশেষে ফিরছি এবং আরও সাফল্যের জন্য ক্ষুধার্ত। সফরটা কঠিন হলেও, গন্তব্যের কথা মাথায় রেখে সেটা করাই যায়।’

 

ছবিতে ভারতীয় তারকাকে ক্রাচে ভর করে ম্লান মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ২২ গজে তাঁর ফিরতে এখনও খানিকটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তিনি ঠিক কবে মাঠে ফিরবেন সেই নিয়ে কোনও নিশ্চিত কিছু জানা না গেলেও, বিশের বিশ্বকাপের আগে যে শামি ফিট হতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। ভারতীয় বোর্ড সচিব জয় শাহের ইঙ্গিত অনুযায়ী পড়শি বাংলাদেশের বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন শামি। অর্থাৎ সেই সেপ্টেম্বর মাস। তবে নিশ্চিতভাবে কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: শতরান হাঁকিয়েও রাজস্থান রয়্যালসের ট্রোলের শিকার বিরাট কোহলি? 

আরও দেখুন