NIA denies allegations: দুর্ভাগ্যজনক ও ভিত্তিহীন, রাজ্যের তোলা প্ররোচনার অভিযোগ নিয়ে বিবৃতি NIAর

ভূপতিনগরে NIA-এর বিরুদ্ধে গ্রামবাসীদের ওপর হামলার যে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা বিবৃতি দিয়ে খারিজ করল সংস্থাটি। রবিবার বিকেলে NIA-এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়, তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ তোলা হচ্ছে তা দুর্ভাগ্যজনক ও ভিত্তিহীন। গ্রামবাসীদের প্ররোচনা দেওয়ার কোনও ঘটনা ঘটেনি শনিবার সকালে।

বিবৃতিতে NIA-এর তরফে জানানো হয়েছে, শনিবার ভূপতিনগরে তাদের পদক্ষেপে কোনও দুরভিষন্ধি ছিল না। সংস্থার বিরুদ্ধে বেআইনি কাজ করার যে তকমা দেওয়ার চেষ্টা হচ্ছে ও তাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা দুর্ভাগ্যজনক। নাড়ুয়াবিলা গ্রামে দেশি বোমা তৈরির যে জঘন্য ষড়যন্ত্র করা হচ্ছিল তার বিরুদ্ধে জারি তদন্ত সম্পূর্ণ বৈধ, আইনসিদ্ধ। ২০২২ সালের ডিসেম্বরের ওই ঘটনায় ২০২৩ সালের জুন মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় NIA.

NIAর তরফে জানানো হয়েছে, বিনা প্ররোচনায় একদল উন্মত্ত জনতা তাদের ওপর হামলা চালিয়েছে। সংস্থার আধিকারিকদের আইনি পদক্ষেপ করায় বাধা দিতে এই হামলা করা হয়েছে। ৫ জায়গায় স্বতন্ত্র সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চলছিল। এর পর পদ্ধতি মেনে গ্রেফতার করা হয়েছে।

NIAএর তরফে জানানো হয়েছে, অভিযুক্ত মনোব্রত জানাকে থানায় নিয়ে যাওয়ার সময় তাদের হামলার মুখে পড়তে হয়েছে। এতে একজন NIA আধিকারিক আহত হয়েছেন ও NIAএর একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ দাবি করে ইতিমধ্যে NIAএর তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে NIAএর ওপর হামলার পরেই মুখ্যমন্ত্রী পালটা আক্রান্ত সংস্থাকেই হামলায় অভিযুক্ত করেন প্রশ্ন তোলেন, ওরা কি পুলিশকে জানিয়ে গিয়েছিল। নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আমি যখন হেমতাবাদ থেকে বেরোচ্ছিলাম সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলা করেছে NIA. গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে… কোথায় একটা চকোলেট বোম ফেটেছিল ২০২২ সালে… আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, গ্রামে ঢুকে অত্যাচার করে, মহিলারা কী করবে? শাঁখা – পলা পরে বসে থাকবে? না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের ইজ্জত – সম্মান রক্ষা করবে না’? এর পর রবিবার NIAএ আধিকারিকদের বিরুদ্ধেই গ্রামের মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ এনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে রাজ্য পুলিশ।