Suvendu Adhikari on Ram Navami: অশান্তিতে উসকানি দিচ্ছেন মমতা, সর্বত্র রাম নবমীর মিছিল হবে পুরনো রুটেই: শুভেন্দু

রাম নবমীর মিছিলকে ঘিরে অশান্তিতে প্ররোচনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সাংবাদিক বৈঠক করে এই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাম নবমীর মিছিলে ভক্তসংখ্যা বেঁধে দিতে পারবে না পুলিশ। গত বছরের পথেই মিছিল করার অনুমতি দিতে হবে এবছরও।

শুভেন্দু অধিকারীর দাবি

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের পুরুল্যা থেকে রাম নবমীতে অশান্তির জন্য উসকানি দিয়েছে। এতে আমরা আশঙ্কিত। মমতা বন্দ্যোপাধ্যায় গতবারে ঠিক একই ভাবে রেড রোডে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার নাম করে ৪৮ ঘণ্টার ধরনা মঞ্চ থেকে বলেছিলেন, হনুমান না কি আমরা। আমরা না কি সব জায়গায় বড় বড় মিছিল করব, মিছিলগুলো যেন মুসলিম এলাকায় না প্রবেশ করে। একথা কিন্তু কোনও মুসলিম বলেননি, বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরে পশ্চিমবঙ্গের ডালখোলায়, হাওড়ার শিবপুরে, হুগলির রিষড়াতে রাম নবমীর মিছিলের ওপরে আক্রমণ হয়েছিল। আক্রমণ কোনও সম্প্রদায়ের লোক করেনি। আক্রমণ করেছিল তৃণমূলের নেতারা। এর পর ডালখোলায় ১৭ জন, শিবপুরে তৃণমূলের ওয়ার্ড সভাপতি শামিম আহমেদসহ ১১ জন ও রিষড়ার ঘটনায় তৃণমূল নেতা সাবির আলি ও শ্রীরামপুর পুরসভার উপ পুরপ্রধান জাভেদ হাসানের সরাসরি যোগ রয়েছে’।

কেউ ফাঁদে পা দেবেন না

কমিশনের কাছে শুভেন্দুর আবেদন, ‘তাই আমি নির্বাচন কমিশনকে বলব, ভারতবর্ষে ধর্মাচরণের স্বাধীনতাকে সম্মান জানিয়ে রাম নবমীর মিছিলের জন্য নিরাপত্তার ব্যবস্থা করুন। দরকারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন। আমরা একথা জানাতে কাল বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করব। অশান্তি ও সম্প্রীতি নষ্টের উসকানিদাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে কেউ পা দেবেন না’।

বাধা দিচ্ছে পুলিশ

শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘ইতিমধ্যে জেলার পুলিশ সুপার, ICরা, কমিশনারেটরা বাধা দিতে শুরু করেছেন। হাওড়া থেকে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অঞ্জলিপুত্র সেনা আবেদন করেছিল। পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী বলেছেন, ২০০ লোকের বেশি যেতে দেব না। আর রুট আমরা ঠিক করে দেব। আমার দাবি, গত বছর যে যে-রাস্তা দিয়ে শোভাযাত্রা করেছেন সেই রাস্তা দিয়েই শোভাযাত্রা করতে দিতে হবে। আর মিছিলে রামভক্তদের সংখ্যায় বিধিনিষেধ আরোপ করা যাবে না। এতে ধর্মীয় অধিকারে আঘাত লাগবে’।

বলে রাখি আগামী ১৭ এপ্রিল পালিত হবে রাম নবমী। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর প্রথম রাম নবমীতে দেশ জুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।