কলকাতাকে ১৩৭ রানে আটকে দিয়ে প্রশংসিত মোস্তাফিজ

এক ম্যাচ পর মাঠে ফিরেই প্রশংসনীয় বোলিং করলেন মোস্তাফিজুর রহমান। প্রথম তিন ওভারে মাত্র ২১ রান দেওয়ার পর ইনিংসের শেষ ওভারে ২ উইকেট তুলে নেন চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি বোলার। মহেন্দ্র সিং ধোনি আন্দ্রে রাসেলের ক্যাচ না ফসকালে তৃতীয় উইকেট থাকতো তার নামের পাশে। চার ওভারে অন্যদের তুলনায় সবচেয়ে বেশি ১৬টি ডট দিয়ে প্রতিপক্ষের জন্য দুর্বোধ্য হয়ে উঠেছিলেন বাঁহাতি পেসার। 

মোস্তাফিজের সঙ্গে তুষার দেশপান্ডের গতি আর রবীন্দ্র জাদেজার স্পিনে ১৩৭ রানে থেমেছে কলকাতা নাইট রাইডার্স। তিনটি করে উইকেট নেন তুষার ও জাদেজা। 

ইনিংসের প্রথম বলে ফিল সল্টকে ফেরান তুষার। তারপর সুনীল নারিন ও অঙ্করিশ রাঘুবংশী ঝড় তোলেন। ৫ ওভারে ১ উইকেটে ৫০ রান সংগ্রহ করে কলকাতা। জাদেজা বল হাতে নিয়ে দৃশ্যপট পাল্টে দেন। এই অফস্পিনার রাঘুবংশী (২৭) ও নারিনকে (২৪) একই ওভারে মাঠছাড়া করেন। পরের ওভারে ভেঙ্কটেশ আইয়ার (৩) তার শিকার হন।

পিচের আচরণ নাটকীয়ভাবে পাল্টে গেলে আর ঘুরে দাঁড়াতে পারেনি কলকাতা। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শেষ ওভারে মোস্তাফিজের কাছে উইকেট হারান তিনি। 

নিজের প্রথম দুই ওভারে মাত্র ১২ রান দেওয়া মোস্তাফিজকে নিয়ে জাদেজা বললেন, ‘সে এই উইকেটে খুব ভালো প্রভাব রাখতে পেরেছে। ভালো কয়েকটি স্লোয়ার দিয়েছিল সে। আমার মনে হয় সে ছিল অসাধারণ।’