রাজধানীর তেজগাঁওয়ে ফাঁকা বাসায় চুরি

ঈদের ছুটি শুরু হওয়া আগেই বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটতে শুরু করেছে। রাজধানীর তেজগাঁও তেজকুনি পাড়া এলাকায় একটি বাড়িতে ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। 

রবিবার (৭ এপ্রিল) রাত ১০টা দিকে তেজগাঁও থানাধীন তেজকুনি পাড়া কমিশন গলির একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রিজভী বলেন, আমার বাবা দোকানে ছিলেন। আমি নামাজ পড়তে মসজিদে যাই। আর আমার খালা ও ছোট বোন রাত সাড়ে ৮টার দিকে মার্কেটে শপিং করতে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে বাবা দোকান থেকে বাসায় ফিরে দেখে ঘরের সবকিছু এলোমেলো। আলমারি খুলে দেখেন ২ লাখ টাকা প্রায় ১০ ভরি স্বর্ণলংকার চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনকে মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, ‘ঢাকায় এতো মানুষের মধ্যে চুরির ঘটনা ঘটতেই পারে। মামলা হোক, তদন্ত করে ঘটনা উদঘাটন ও অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।’