CSK vs KKR IPL 2024 Score Live Updates Chennai Super Kings Kolkata Knight Riders Scorecard MS DHoni

চেন্নাই: দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল ইতিহাসে প্রথমবার নিজের প্রথম তিন ম্যাচেই জয়ের হ্যাটট্রিক করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সোমবার চারে চার করে লিগ তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে নামবে নাইট শিবির। তবে প্রতিপক্ষ যে রেকর্ড চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। লড়াইটাও তাঁদেরই ঘরের মাঠ চিপকে, যেখানে দুই দলের ১৩টি ম্যাচের মধ্যে নয়বারই জিতেছে হলুদ বিগ্রেড। কিন্তু নাইট শিবিরকে আশ্বস্ত করছে দুই ক্যারিবিয়ান তারকার ফর্ম।

চলতি মরশুমে গৌতম গম্ভীরের কেকেআরে প্রত্যাবর্তনে যেন ব্যাটার সুনীল নারাইনেরও (Sunil Narine) কামব্যাক ঘটেছে। একদা পিঞ্চ হিটার ওপেনারের ভূমিকায় গম্ভীরেরে নেতৃত্বাধীন কেকেআরের হয়ে ব্যাট হাতে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন নারাইন। মাঝে বেশ কয়েকবছর সেই নারাইনকে দেখা যায়নি। তবে এ মরশুমে যেন পুনরুজ্জীবিত হয়ে উঠেছেন তিনি। গত ম্যাচে ৩৯ বলে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি। তার আগের ম্যাচে আরসিবির বিরুদ্ধে এসেছিল ২২ বলে ৪৭ রানের ইনিংস। বিগত দুই ম্যাচেই সেরা হয়েছেন নারাইন।

এখনও পর্যন্ত এ মরশুমের আইপিএলে ৬৫ বলে খেলে ৪৪টিতেই বড় শট হাঁকিয়েছেন নারাইন। তাঁর দৌলতেই এ মরশুমে পাওয়ার প্লেতে প্রতি ওভারে ১২ রান গড়ে রান তুলছে নাইট শিবির। চিপকের পিচের চরিত্র এ মরশুমে যেমন দেখাচ্ছে, তাতে কিন্তু ব্যাটে ভালভাবে বল আসছে এবং ব্যাটাররা সহজেই বলের লাইন ধরে বড় শট হাঁকাতে পারছেন। আজও যদি এমনটা হয়, তাহলে কিন্তু কেকেআরের পক্ষে তা বেশ লাভদায়ক হবে। শুরুতে নারাইন থাকলে, কেকেআরের হয়ে মিডল অর্ডারে রয়েছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। যে ম্যাচে নারাইন ম্যাচ সেরা হননি, সেই ম্যাচে সেরার পুরস্কারটি পেয়েছিলেন রাসেল।

৪৪ বলে এ মরশুমে ১০৫ রান করে ফেলেছেন তিনি। সিএসকে প্রতিপক্ষ হিসাবে আবার রাসেলের অত্যন্ত পছন্দের। তাঁর ১১টি আইপিএল অর্ধশতরানের মধ্যে চারটিই এসেছে সিএসকেরে বিরুদ্ধে। রাসেল-ম্যানিয়া রুখতে সিএসকের হাতিয়ার হতে পারেন মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) ফাস্ট বোলিং। ইনিংসের শুরুতে রাসেলের গতির বিরুদ্ধে খেলতে সামান্য সমস্যা হয় বলে অনেকেই মনে করেন। পাথিরানা রাসেলের বিরুদ্ধে তিন বল করে একবার তাঁকে আউট করেছেন। রবীন্দ্র জাডেজার বিরুদ্ধে অবশ্য রাসেল বেশ শান্তই থেকেছেন। ২৫ বলে ৩২ রান করেছেন জাডেজার বিরুদ্ধে।

তবে পাথিরানা গত ম্যাচে সিএসকের হয়ে খেলতে পারেননি। কোনও ঝুঁকি না নিতেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল বলে জানানো হয়। তাই তাঁর চোট কতটা গভীর, তা নিয়ে ধোঁয়াশা রয়েইছে। সিএসকের হয়ে এ মরশুমে মুস্তাফিজুর রহমান দুরন্ত ফর্মে রয়েছেন। তাঁর গত ম্যাচে না থাকাটা হলুদ ব্রিগেডের বোলিংকে যে খানিকটা দুর্বল করেছে, তা বলাই বাহুল্য। কেকেআরের বোলিংয়ে তরুণ ব্রিগেডের পাশাপাশি বরাবরে মতোই ভরসা জোগাচ্ছেন নারাইন। তবে তাঁর অ্যান্টিডোট হতে পারেন শিবম দুবে (Shivam Dube)। স্পিনারদের বিরুদ্ধে বাঁ-হাতি ব্যাটারের স্ট্রাইক রেট ২১৪। নারাইনের বিরুদ্ধে মঈন আলিও ১৮১ স্ট্রাইক রেটে রান করেছেন। সুতরাং, এই দুই ব্যাটার মিডল অর্ডারে বোলার নারাইনকে সামলাতে বড় অস্ত্র হতে পারেন।  

প্রথাগতভাবে চিপকের ময়দান স্পিনসহায়ক। পোক্ত স্পিন বোলিংয়েই নিজেদের ডেরায় সিএসকে একের পর এক ম্যাচ জিতে এসেছে। এই মরশুমে সেই পিচের চরিত্র বদলেছে। দুই ম্যাচে ফাস্ট বোলাররই নিয়েছেন ১৮টি উইকেট, যেখানে স্পিনারদের সংগ্রহ কেবল চারটি। তবে তা সত্ত্বেও ঘরের মাঠে দুই ম্যাচই জিতেছে সিএসকে। কেকেআর সেই বিজয়রথ থামাতে পারে কি না, সেটাই দেখার।