CSK vs KKR Live Streaming info when and where to watch Chennai Super vs Kolkata Knight Riders IPL 2024 match

চেন্নাই: আজ দক্ষিণ ভারতে আয়োজিত হবে সিএসকে বনাম কেকেআর (CSK vs KKR) দ্বৈরথ। একদিকে যেখানে কেকেআর নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে আইপিএলের (IPL 2024) লিগ তালিকার শীর্ষে পৌঁছতে আগ্রহী। অন্যদিকে সেখানে সিএসকের লক্ষ্য হারের হ্যাটট্রিক এড়ানো। দুই দলেই মহাতারকা, ম্যাচ উইনারদের কমতি নেই। তাই এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।

কাদের ম্যাচ

আইপিএলে সোমবার মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

কোথায় খেলা

চেন্নাইতে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজকের ম্যাচ আয়োজিত হবে।

কখন শুরু

ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০-এ। তার আধ ঘণ্টা আগে, সন্ধ্যা ৭টায় হবে টস।

কোথায় দেখবেন

টিভিতে ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইন স্ট্রিমিং

যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, হাতের স্মার্টফোনে দেখতে পাবেন ম্যাচের সরাসরি সম্প্রচার, জিও সিনেমা মোবাইল অ্যাপে।

হেড-টু-হেড

দুই দলের মুখোমুখি লড়াইয়ে কিন্তু সিএসকে বেশ খানিকটা এগিয়ে। সিএসকে-কেকেআর একে অপরের বিরুদ্ধে ৩১ বার আইপিএলের মঞ্চে মুখোমুখি হয়েছে। সিএসকে যেখানে ১৯টি জয় পেয়েছে, কেকেআর সেখানে জিতেছে ১১টি ম্যাচ। একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়। চিপকে তো পরিসংখ্যান আরই সিএসকের পক্ষে। ১৩ ম্যাচের মধ্যে নাইটদের বিরুদ্ধে এই ম্যাচে নয়টিতেই জয় পেয়েছে হলুদ ব্রিগেড। তবে দুইজনের গত সাক্ষাতে শেষ হাসিটা কেকেআরই হেসেছিল।

২২ গজের হাল হকিকত

প্রথাগতভাবে চিপকের ময়দান স্পিনসহায়ক। পোক্ত স্পিন বোলিংয়েই নিজেদের ডেরায় সিএসকে একের পর এক ম্যাচ জিতে এসেছে। এই মরশুমে সেই পিচের চরিত্র বদলেছে। দুই ম্যাচে ফাস্ট বোলাররই নিয়েছেন ১৮টি উইকেট, যেখানে স্পিনারদের সংগ্রহ কেবল চারটি। এই মরশুমে স্পিনের ফাঁস হালকা হওয়ায় বেড়েছ রানের পরিমাণও। বিগত তিন মরশুমের ২১ ম্যাচে যেখানে প্রথম ইনিংসে গড় ১৬৪ রান উঠত। সেখানে এ মরশুমের গড় ১৮৯। অর্থাৎ রানের পরিমাণ বেশ খানিকটা বেড়েছে। আজকের ম্যাচেও কিন্তু বড় রান হতেই পারে।

আজকের ম্যাচে শেষ হাসিটা কে হাসে, এখন সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আসন্ন ঝড়ের পূর্বাভাস! কেকেআর ম্যাচের আগে অনুশীলনে অবলীলায় চার, ছক্কা হাঁকালেন ধোনি 

আরও দেখুন