Hardik Pandya receives different treatment in MI vs DC IPL 2024 match thanks Wankhede crowd with special gesture

মুম্বই: আইপিএল মরশুমে (IPL 2024) নিজেদের চতুর্থ ম্যাচে গিয়ে অবশেষে জয়ের মুখ দেখেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রবিবাসরীয় সন্ধেতে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মরশুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তুলেছে পল্টনরা। এক ধাক্কায় লিগ তালিকার লাস্টবয়ের তকমা ঘুচিয়ে আটে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে প্রথমবার দর্শকদের রোষের মুখে পড়তে হল না হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। ম্যাচ শেষে স্টেডিয়ামে উপস্থিত সকলকে বিশেষ উপায়ে ধন্যবাদও জানালেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।

আইপিএলের শুরু থেকেই সমর্থকদের ক্ষোভের শিকার হয়েছেন হার্দিক। নরেন্দ্র মোদি স্টেডিয়াম, উপ্পল বা ওয়াংখেড়ে ছবিটা সব জায়গাতেই একই ছিল। হার্দিকের নাম উচ্চারণ হতে বা স্ক্রিনে তাঁকে দেখালেই দর্শকদের লাগাতার ‘বু’, ‘রোহিত, রোহিত’-র মতে ধ্বনিতে স্টেডিয়াম মুখরিত হয়েছে। তবে রবিবার অন্য এক ছবি দেখা গেল। এদিন প্রায় ১৮ হাজার কচিকাচারা খেলা দেখেত দর্শকাসনে উপস্থিত ছিলেন। মুম্বই কর্ণধাররা প্রতি বছরই একটি ম্যাচে ছোটদের খেলা দেখার সুযোগ করে দেন। রবিবার তেমনই এক ম্যাচ ছিল। এদিন ম্যাচ শেষে দর্শকদের তাই কৃতজ্ঞতা জানাতে মাঠে হার্দিকসহ গোটা মুম্বই দলের সকলেই মাঠে ‘ল্যাপ অফ অনা’র নেন।

 

এদিন নিজেদের ঘরের মাঠে রেকর্ড ২৩৪ রান বোর্ডে তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। শুরু থেকেই রোহিত শর্মাকে আগ্রাসী মেজাজে দেখা যায়। রোহিতের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বই পাওয়ার প্লের ছয় ওভারেই ৭৫ রান তুলে ফেলে, তাও আবার বিনা উইকেটে। রোহিত ৪৯ রানের ইনিংস খেলেন। হার্দিক করেন ৩৯। টিম ডেভিড বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন। তাঁকে সঙ্গ দেন রোমারিও শেফার্ড।শেষের দিকে এই দুইয়ের সৌজন্যেই মুম্বই এই সুবিশাল স্কোর খাড়া করে। 

রোমারিও শেফার্ড ১০ বলে ৩৯ রান করেন। টিম ডেভিড ৪৫ রানে অপরাজিত থাকেন। নখিয়ার শেষ ওভারে ৩২ রান তোলেন শেফার্ড। জবাবে দিল্লির হয়ে পৃথ্বী শ এবং ট্রিস্টান স্টাবস লড়াই করেন। মাত্র ২৫ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন স্টাবস। অর্ধশতরান হাঁকান পৃথ্বীও। তাও ২০৫ রানে শেষ হয়ে যায় দিল্লির লড়াই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দুই হাতে ক্রাচ, ম্লান মুখ, কঠিন পথ অতিক্রম করে মহম্মদ শামির ফেরার লড়াই শুরু 

আরও দেখুন