Ravi Bishnoi Catch: সুপারম্যানও ফিকে উড়ন্ত বিষ্ণোইয়ের কাছে, হতবাক খোদ জন্টি রোডসও! আপনি দেখেছেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত রবিবার আইপিএলের ২১ নম্বর ম্য়াচে, তিন বছরের পুরনো দুই ফ্র্যাঞ্চাইজি- লখনউ সুপার জায়েন্টস ও গুজরাত টাইটান্স (LSG vs GT, IPL 2024) মুখোমুখি হয়েছিল। এদিন একানা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্য়াট করে লখনউ পাঁচ উইকেটে মাত্র ১৬৩ রান তুলেছিল। কিন্তু এই রান ডিফেন্ড করেও কেএল রাহুলরা ৩৩ রানে হারিয়ে দেন শুভমন গিলদের। আর এই ম্য়াচে একজনই কেড়ে নিয়েছেন নজর। তিনি ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। 

আরও পড়ুন: India’s Next Defence Minister: এই নক্ষত্র ক্রিকেটার এবার দেশের প্রতিরক্ষামন্ত্রী! আইপিএলের মাঝেই বিরাট প্রস্তাব

ম্য়াচে দুই ওভারে আট রান দিয়ে, বিষ্ণোই পেয়েছেন এক উইকেট। আর সেই উইকেট ছিল কিউয়ি নক্ষত্র কেন উইলিয়ামসনের। বিষ্ণোইয়ের অফস্টাম্পের বাইরের বল তিনি স্পিনারের মাথার উপর দিয়ে খেলতে চেয়েছিলেন। তবে উইলিয়ামসন বুঝতে পারেননি যে, বিষ্ণোই সুপারম্য়ান হয়ে ধরা দেবেন তাঁর সামনে। উড়ে গিয়ে এক হাতে সেই ক্য়াচ তালুবন্দি করেছেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় আলোচনায় এখন শুধুই বিষ্ণোই। কারোর মতে এটা আইপিএলের ইতিহাসে অন্য়তম সেরা ক্য়াচ। কেউ মনে করছেন এমন ক্যাচ শতাব্দীর সেরা। ক্য়াচের ভিডিয়ো প্রতিবেদনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আপনি দেখে সিদ্ধান্ত নিন যে, এই ক্য়াচকে কোন আসনে রাখা যাবে।

ম্য়াচের পর বিষ্ণোইয়ের ফিল্ডিং কোচ কিংবদন্তি জন্টি রোডস তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, ‘রবি অনুশীলনে আমাকে পুরো ক্লান্ত করে দেয়। একদিনও অনুশীলন বাদ দেয় না। বোলিংয়ের পাশাপাশি ব্য়াটিংয়েও খুব পরিশ্রম করে। তবে ফিল্ডিংয়ের যখন প্রশ্ন ওঠে, তখন ও একধাপ এগিয়েই থাকে। ও কখনও ডাগআউটে বসে থাকে না বা ড্রেসিংরুমে লুকিয়ে পড়ে না। দেখুন বোলিং করতে করতে এরকম ক্য়াচ নেওয়া কঠিন। এই ক্য়াচের সবচেয়ে বড় ব্য়াপার হচ্ছে রবি পিছনে গিয়ে নিজেকে সময় দিয়েছে ক্য়াচ নেওয়ার জন্য়। বল দেখে এই ক্য়াচ নেওয়ার জন্য় ও সেকেন্ডেরও কম সময় পেয়েছিল। যা আমার দেখে মন ভরে গিয়েছে।’ পরিসংখ্য়ান বলছে বিষ্ণোই আইপিএলে ৫৬ ম্য়াচে নিয়েছেন ১৮ ক্যাচ।
 
আরও পড়ুন: Anil Kapoor | Jos Buttler | Nayak Movie: জস বাটলার যখন অনিল কাপুর! মোহিত খোদ ‘নায়ক’-এর নায়ক, দেখুন একবার ভিডিয়ো

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)