Rohit Sharma speech in Mumbai Indians goes viral Netizens feel he is unhappy IPL 2024

মুম্বই: টুর্নামেন্টের সফলতম অধিনায়ক (যুগ্মভাবে) তিনি। তবে আইপিএলের ১৭তম সংস্করণ (IPL 2024) শুরুর আগেই সকলকে খানিকটা চমকে দিয়েই রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ভারতীয় অধিনায়কের বদলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নেতৃত্বের দায়ভার দেওয়া হয় হার্দিক পাণ্ড্যকে। এই সিদ্ধান্তের পর ভারতীয় অধিনায়কের দলবদল থেকে তাঁর অখুশি হওয়ার একাধিক রিপোর্ট প্রকাশ্যে আসে। রবিবার মুম্বইয়ের জয়ের পরেও চর্চার কেন্দ্রবিন্দুতে রোহিত।

নাগাড়ে তিন ম্যাচ হারের পর রবিবাসরীয় সন্ধেতে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মরশুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তোলে মুম্বই ইন্ডিয়ান্স। ২৯ রানে জয় পায় পল্টনরা। ম্যাচের পর মুম্বই সাজঘরে রোহিতের এক বক্তব্যকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল। ম্যাচ শেষে দলের জয়ের পর রোহিতকে তাঁর পারফরম্যান্সের জন্য কোচ মার্ক বাউচার তো বাহবা দেনই, পাশাপাশি এক বিশেষ ব্যাচ পরিয়ে তাঁকে সম্মান জানান ব্যাটিং কোচ তথা রোহিতের প্রাক্তন সতীর্থ কায়রন পোলার্ড। এরপরেই মুম্বই সাজঘরে উপস্থিত সকলের উদ্দেশে রোহিত একটি বক্তব্য পেশ করেন।

রোহিতকে বলতে শোনা যায়, ‘যেটা আমরা প্রথম ম্যাচ থেকে চেয়েছিলাম, আজকে সেটা হয়েছে। আমরা দারুণ ব্যাটিং করেছি। আজকের পারফরম্যান্স প্রমাণ করে দেয় যে আমরা দলগতভাবে এক লক্ষ্যে এগোলে, ভাল ব্যাটিং করলে, বড় রান করতে পারি। কোনও একজনকে অসাধারণ ইনিংস খেলার প্রয়োজন হয় না। এই বিষয় নিয়ে আমরা বহুদিনই নিজেদের মধ্যে আলোচনা করেছি। ব্যাটিং কোচ, মার্ক, অধিনায়ক সকলেই এটাই চান। এটা দেখেও ভাল লাগে। এমনটাই যেন চলতে থাকে।’

রোহিতের এই মন্তব্য মুম্বই সতীর্থদের উজ্জীবিত করার লক্ষ্যে হলেও, অনেকেই মনে করছেন রোহিতকে এই বক্তব্য পেশ করার সময় বেশ অস্বস্তিতে পড়তে হয় এবং তাঁকে অখুশি দেখাচ্ছিল। 

 

 

 

চলতি মরশুমে মুম্বই শিবিরের অন্দরমহল দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার কানাঘুষো শোনা গিয়েছে। রোহিত এই মরশুমের পরেই মুম্বই ছাড়বেন বলেও জোর জল্পনা। পরের আইপিএল মরশুমের আগে মেগা নিলাম আয়োজনের কথা ঘোষণা করে দিয়েছেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল। রোহিতের নাম সেই নিলামে থাকে কি না, সেটাই দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: নিজেরই দলের ২ সতীর্থের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন হিটম্যান 

আরও দেখুন