Solar Eclipse 2024 Live Update: কখন দেখা যাবে সূর্যগ্রহণ? অপেক্ষায় সারা পৃথিবী, সরাসরি দেখুন বিরল সব দৃশ্য

আজ এক বিরল সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে পৃথিবী। পূর্ণগ্রাস গ্রহণ। এই গ্রহণ কখন কোথা থেকে দেখা যাবে? বিরল দৃশ্যগুলিও দেখতে পাবেন কারা? সব লাইভ আপডেট পাবেন এখানে। 

08 Apr 2024, 02:15:47 PM IST

ভারতীয় সময় অনুযায়ী কখন সূর্যগ্রহণ?

ভারতে স্থানীয় সময় অনুযায়ী রাতের বেলা লাগছে ২০২৪ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হতে চলেছে ৮ এপ্রিল রাত ৯ টা ১২ মিনিট থেকে। আর গ্রহণ শেষ হতে চলেছে রাত ২ টো ২২ মিনিটে। অর্থাৎ ক্যালেন্ডার অনুযায়ী তখন রাত ১২ টার পর ৯ এপ্রিল পড়ছে। তখন মধ্যরাত ২ টো ২২ মিনিটে গ্রহণ শেষ হবে। উল্লেখ্য, ৯ এপ্রিল থেকে শুুৃরু নবরাত্রি।

08 Apr 2024, 02:03:51 PM IST

সোমবতী অমাবস্যায় গ্রহণ

আজকের গ্রহণ আলাদা মান্যতা রাখছে ধর্মীয় দিক থেকে। সোমবতী অমাবস্যার দিনে এই গ্রহণ বেশ তাৎপর্যপূর্ণ। সোমবারে যে অমাবস্যা পড়ে, তাকে বলা হয় সোমবতী অমাবস্যা। চৈত্রের এই অমাবস্যায় স্নান ও দানের রীতি রয়েছে। সেই জায়গা থেকে দেখে নেওয়া যাক, আজ গ্রহণ কখন থেকে লাগছে।