Congress-Left front: বাংলায় বাম-কং জোটে ফাটল? ‘কংগ্রেসের হয়ে প্রচার নয়’, বড় ঘোষণা ফরওয়ার্ড ব্লকের

লোকসভা ভোটের আগে বাংলায় বাম-কংগ্রেসের জোটে চির ধরল। বেশ কয়েকটি আসনে প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেসের সঙ্গে বাম শরিক দল ফরওয়ার্ড ব্লকের দ্বন্দ্ব আগেই কিছুটা প্রকাশ্যে এসেছিল। বিশেষ করে পুরুলিয়া, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো কিছু আসনে জট দেখা গিয়েছিল। সেক্ষেত্রে রাজনৈতিক মহলের মতে, সিপিএমের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হলেও বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআইয়ের মতো বাম দলগুলির সঙ্গে সেরকমভাবে কোনও আলোচনা হয়নি। ফলে এনিয়ে জট দেখা দেয়। সেই আবহেই এবার কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে বীরভূম কেন্দ্রে হাত শিবিরের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: ভগবানগোলা নিয়ে জল ঘোলা হচ্ছে জোটের, বিরক্ত অধীর বললেন…

মঙ্গলবার নলহাটির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নরেন বাবু। সেখানেই তিনি বলেন, ‘কংগ্রেসের সঙ্গে সিপিএমের আসন সমঝোতা হয়েছে। এনিয়ে বামফ্রন্টে কোনও আলোচনা হয়নি। তাছাড়া কংগ্রেস আমাদের বিরুদ্ধে কোচবিহার এবং পুরুলিয়ায় প্রার্থী দিয়েছে। তাহলে কিসের জোট? কংগ্রেসের সঙ্গে আমরা কোনও জোটে যাব না। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু যখন স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন তখন কংগ্রেসের নেতারা ব্রিটিশদের সঙ্গে বৈঠক করেছেন।’ এখানেই থেমে না থেকে তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ‘ কংগ্রেসের জন্যই বাবরি মসজিদের মতো স্মৃতিসৌধ ধূলিসাৎ করেছে বিজেপি। ফলে বিজেপি তৃণমূলের মতোই আমরা কংগ্রেসের থেকে সমদূরত্ব বজায় রেখে চলতে চায়।’

কংগ্রেসকে আরও আক্রমণ করে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করেছিল কংগ্রেস।’ এছাড়াও, তৃণমূল এবং বিজেপিকেও আক্রমণ করেন। তিনি বলেন, ‘রাজ্যের তৃণমূল সরকার অসভ্য। ওটা এখন চোরেদের দল। সব চোর জেলে। বিজেপি দেশটাকে বিক্রি করতে উঠেপড়ে লেগেছে। ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এই তিন দলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।’

এর ফলে বাম জোটে কি ভাঙন ধরবে? তাই নিয়ে উঠছে প্রশ্ন। এপ্রসঙ্গে নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘বামফ্রন্ট কারও ব্যক্তিগত ফ্রন্ট নয়। সুভাষচন্দ্র বসু বাম সংহতি গঠন করে গিয়েছিলেন। সিপিএম আমাদের বড় শরিক হতে পারে। তবে আমাদের দলেরও গঠনতন্ত্র রয়েছে। আমরা এতদিন কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করে এসেছি। তাদের সঙ্গে এক মঞ্চে প্রচার করতে পারব না। যেখানে বামফ্রন্ট প্রার্থী থাকবে সেখানে আমরা প্রচারে নামব। কংগ্রেসের হয়ে আমরা কোথাও প্রচার করব না।’

তবে বীরভূমে ফরওয়ার্ড প্রার্থী দেবে কি না তা আলোচনার পরেই সিদ্ধান্ত হবে বলে তিনি জানান।এদিন নলহাটি বাস স্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে চিকিৎসক সহ শতাধিক মানুষ ফরওয়ার্ড ব্লকে যোগদান করেন। এদিনের  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের জেলা সভাপতি রেবতী ভট্টাচার্য, জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায়, জেলা অবজারভার বিভাস চক্রবর্তী প্রমুখ।