IPL 2024: ২২ গজে মুখোমুখি রাবাডা-কামিন্স, আজ কখন, কোথায় দেখবেন সানরাইজার্স-পাঞ্জাব মহারণ?

<p style="text-align: justify;"><strong>মোহালি: </strong>আইপিএলে দু দলই এখনও পর্যন্ত চারটি করে ম্য়াচে খেলে দুটো করে ম্য়াচ জিতেছে। ঝুলিতে তাঁদের দুটো দলেরই চারটি করে পয়েন্ট। আজ পরস্পর মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের ঘরের মাঠে আজ প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে খেলতে নামবে শিখর ধবনের পাঞ্জাব। নিজেদের আগের ম্য়াচে পাঞ্জাব রূদ্বশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুশো রান তাড়া করে। অন্য়দিকে সানরাইজার্স তাঁদের শেষ ম্য়াচে চিপকে ধোনিদের ডেরায় গিয়ে তাঁদের হারিয়ে এসেছে। ফলে দু দলের আত্মবিশ্বাস তুঙ্গে এই মুহূর্তে।</p>
<p style="text-align: justify;"><strong>কাদের ম্যাচ?</strong></p>
<p style="text-align: justify;"><a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">কাল আইপিএল</a>ে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ&nbsp;</p>
<div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle" style="text-align: justify;">
<div class="uk-text-center">
<div id="div-gpt-ad-6601185-5" class="ad-slot" data-google-query-id="CPvsirmU24MDFWgSgwMdevYGGA">
<div id="google_ads_iframe_/2599136/ABP_WEB/abp_web_as_inarticle_1x1_0__container__"><strong>কোথায় খেলা?</strong></div>
</div>
</div>
</div>
<p style="text-align: justify;">ম্য়াচটি মোহালির মহারাজা যদাবেন্দ্রা সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে</p>
<div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle" style="text-align: justify;">
<div class="uk-text-center">
<div id="div-gpt-ad-6601185-5" class="ad-slot">
<div><strong>কখন শুরু?</strong></div>
</div>
</div>
</div>
<p style="text-align: justify;">ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৭টায় টস আয়োজিত হবে।</p>
<p style="text-align: justify;"><strong>কোথায় দেখবেন?</strong></p>
<p style="text-align: justify;">ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।</p>
<p style="text-align: justify;"><strong>অনলাইন স্ট্রিমিং?</strong></p>
<p style="text-align: justify;">টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।</p>
<p style="text-align: justify;">পাঞ্জাব কিংস তাদে আগের ম্য়াচে পেয়েছে দুই তরুণ তূর্কিকে নায়ক হিসেবে। আশুতোষ ও শশাঙ্ক। প্রথম জন আগের ম্য়াচে গুজরাতের বিরুদ্ধে চাপের মুখে লোয়ার অর্ডারে নেমে ১৭ বলে ৩১ রানের ইনিংস খেলেন আশুতোষ শর্মা। দ্বিতীয় জন তো ম্য়াচের নায়ক হয়ে গিয়েছিলেন। ৩২ বলের শশাঙ্ক ২৯ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন। পাঞ্জাব শিবিরে বল হাতে আজ রাবাডার দিকে নজর থাকবে। এছাড়া জনি বেয়ারস্টো ও ধবন জুটিকে দ্রুত থামাতে না পারলে কিন্তু চিন্তা বাড়বেই সানরাইজার্সের।&nbsp;</p>
<p style="text-align: justify;">অন্য়দিকে সানরাইজার্স তাঁদের আগের ম্য়াচে চেন্নাইকে তাদেই ঘরের মাঠে হারিয়েছে। বল হাতে কামিন্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাট হাতে অভিষেক শর্মা ও এইডেন মারক্রাম জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিলেন। অভিষেক শর্মা এই মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। গত মরশুমে ওপেনে নামতে পারেননি টিম কম্বিনেশনের জন্য।&nbsp;</p>