Kolkata Metro timetable on Eid 2024: ইদে কলকাতার ২ লাইনে মেট্রো বন্ধ! বাকি ২টিতে কতক্ষণ পরিষেবা মিলবে? রইল টাইমটেবিল

ভারতে কবে ইদ পালন করা হবে, তা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে সৌদি আরবে বুধবার ইদ হওয়ায় ভারতে বৃহস্পতিবার খুশির ইদ পডবে বলে ধারণা একাংশের। সেই পরিস্থিতিতে ইদের দিন কলকাতার বিভিন্ন মেট্রো লাইনে পরিষেবা কেমন থাকবে, তা জানিয়ে দেওয়া হল। মঙ্গলবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের জানানো হয়েছে যে আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) নর্থ-সাউথ করিডর (ব্লু লাইন) এবং ইস্ট-ওয়েস্ট করিডরে (গ্রিন লাইন) পরিষেবা মিলবে। বাকি দুটি লাইনে পরিষেবা বন্ধ থাকবে।

ইদের দিন নর্থ-সাউথ মেট্রো করিডরে মেট্রোর সংখ্যা

বৃহস্পতিবার ২৩৪টি মেট্রো চালানো হবে। ইদের জন্য দৈনিক মেট্রোর সংখ্যা কিছুটা কমানো হয়েছে। এমনিতে কর্মদিবসে সাধারণত ২৮৮টি মেট্রো চালানো হয়। ইদের দিন ২৩৪টি মেট্রো চলবে। আপ অভিমুখে চলবে ১১৭টি মেট্রো। আর ডাউন অভিমুখে ১১৭টি মেট্রো চলবে।

ইদের দিন নর্থ-সাউথ মেট্রো করিডরে প্রথম মেট্রো কখন চলবে?

১) দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫০ মিনিট।

২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫০ মিনিট।

৩) দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫৫ মিনিট।

৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা।

ইদের দিন নর্থ-সাউথ মেট্রো করিডরে শেষ মেট্রো কখন চলবে?

১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ২৮ মিনিট।

২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৩০ মিনিট।

৩) দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।

৪) কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।

আরও পড়ুন: Bus Routes Changing for East-West Metro: মেট্রো চালু হতেই ৫০% কমেছে আয়, রুট পরিবর্তনের পথে ৩ বাস, কী হতে পারে নয়া পথ?

ইদে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড লাইনে মেট্রো পরিষেবা

বৃহস্পতিবার ইস্ট-ওয়েস্ট করিডরের (গ্রিন লাইন) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে ১২২টি মেট্রো চালানো হবে। এমনিতে আর পাঁচটা কর্মদিবসে ১৩০টি মেট্রো চালানো হয়। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১২ মিনিট, ১৫ মিনিট এবং ২০ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে।

ইদে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড লাইনে প্রথম মেট্রো কখন চলবে?

১) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা। 

২) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা।

ইদে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড লাইনে শেষ মেট্রো কখন চলবে?

১) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪৫ মিনিট।

২) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪৫ মিনিট।

ইদে সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদা লাইনে মেট্রো পরিষেবা

সাধারণত যে কোনও কর্মদিবসে ইস্ট-ওয়েস্ট করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ লাইনে ১০৬টি মেট্রো চালানো হয়। ইদের দিন ৯০টি মেট্রো চালানো হবে। আর ২০ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে।

আরও পড়ুন: New Rakes for East-West Metro: আরও ৪ মেট্রো রেক আসবে ইস্ট-ওয়েস্ট করিডরে! গঙ্গার নীচে ভিড় সামাল দিতে নয়া উদ্যোগ

ইদে সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদা লাইনে প্রথম মেট্রো কখন চলবে?

১) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫৫ মিনিট।

২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা।

ইদে সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদা লাইনে শেষ মেট্রো কখন চলবে?

১) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো: রাত ৯ টা ৩৫ মিনিট।

২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।

আরও পড়ুন: Kolkata metro integrated fare chart: হাওড়া ও রুবি থেকে কোন মেট্রো স্টেশনে যেতে কত ভাড়া পড়বে? জেনে যাবেন এক ঝলকেই