Loksabha Candidates:প্রথম দফায় বাংলার ৩৭ প্রার্থীর মধ্যে ১০ জন কোটিপতি, সবচেয়ে বেশি কোন দলে?

আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন। প্রথম দফায় পশ্চিমবাংলায় রয়েছে ৩টি লোকসভা কেন্দ্র। এগুলি হল জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। প্রথম দফায় বাংলার এই তিনটি আসনে বিভিন্ন দলের মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এর মধ্যে এমন অনেক প্রার্থী রয়েছেন যারা হলেন কোটিপতি। নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এমনই তথ্য জানা গিয়েছে। 

আরও পড়ুন: সঙ্গে থাকবে CRPF এর ৪৫ জনের টিম! মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার পেলেন Z ক্যাটাগরির নিরাপত্তা

বাংলার এই তিনটি আসনই হল সংরক্ষিত। এরমধ্যে জলপাইগুড়ি ও কোচবিহার তফশিলি জাতি এবং আলিপুরদুয়ার তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) জানিয়েছে, প্রথম দফার প্রার্থীদের মধ্যে বাংলার ১০ জন প্রার্থী হলেন কোটিপতি। এরমধ্যে ৩ জন নির্দল প্রার্থী রয়েছেন, ২ জন বিজেপি ও ২ জন তৃণমূল কংগ্রেসের। একজন সিপিএম এবং একজন কংগ্রেস প্রার্থী রয়েছেন এবং আরএসপির এক প্রার্থীও কোটিপতি।

এরমধ্যে জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মণের সম্পত্তির পরিমাণ সবেচেয় বেশি। এডিআরের তথ্য অনুযায়ী, দেবরাজ বর্মনের সম্পদের পরিমাণ ৩ কোটি ৮৯ লক্ষ ৮৯ হাজার ৪৬৮ টাকা। অন্যদিকে, আলিপুরদুয়ার কেন্দ্রে এসইউসিআই প্রার্থী চন্দন ওরাওনের সম্পত্তির পরিমাণ প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম। তাঁর সম্পত্তির পরিমাণ হল মাত্র ১২,১১৭ টাকা। 

এডিআর সূত্রে জানা গিয়েছে, এই দফার নির্বাচনে ৫ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ৫ জন প্রার্থী নিজেদের হলফনামায়  ফৌজদারি মামলা মামলা থাকার কথা ঘোষণা করেছেন। যার মধ্যে ৪ জনের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিবরণ থেকে  জানা গিয়েছে, ৩৭ জন প্রার্থীর মধ্যে ১৫ জন অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এছাড়া ২০ জনের স্নাতক বা উচ্চ শিক্ষার ডিগ্রি রয়েছে। আর একজন প্রার্থী নিরক্ষর। এমনই তথ্য জানিয়েছে এডিআর। সামগ্রিকভাবে ২১ জন প্রার্থীর বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে ঘোষণা করেছেন। এছাড়া, ১৫ জন প্রার্থী তাদের বয়স ৫১ থেকে ৭০ বছরের মধ্যে ঘোষণা করেছেন এবং একজন প্রার্থীর বয়স ৭১ বছর।