Rabindra Bharati University: ‘ক্যাম্পাসের ভিতরে অবাধ ঘোরাফেরা করা যাবে না’, ফতোয়া জারি করে বিতর্কে RBU

ক্যাম্পাসের ভিতরে পড়ুয়া, অধ্যাপক, কর্মীদের অবাধ বিচরণে রাশ টানল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পঠন-পাঠনের সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যেখানে সেখানে ঘোরা যাবে না। আর এই বিজ্ঞপ্তিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এই ফতোয়া ঘিরে সমালোচনায় সরব হয়েছেন পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপকরা। তাদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে শান্তির পরিবেশ রয়েছে। তারপরেও এমন বিজ্ঞপ্তির কোনও মানে হয় না।

আরও পড়ুন: রবীন্দ্রভারতীতে ৫ ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগ, কাঠগড়ায় ২ অধ্যাপক

উল্লেখ্য, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। এক্ষেত্রেও রাজ্য সরকারের পরামর্শ ছাড়াই উপাচার্য নিয়োগ করা হয়েছিল। নিরাপত্তা আধিকারিক দেবাঞ্জন দাসের স্বাক্ষর সহ জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্যাম্পাসের মধ্যে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের সকলকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে কাজের সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানে সেখানে ঘোরাঘুরি করা যাবে না।’

এবিষয়ে উপাচার্য শুভ্র কমল মুখোপাধ্যায় বলেন, ‘কাজের সময় এখানে-ওখানে ঘোরাঘুরি করা ঠিক নয়। ক্যাম্পাসে যথাযথ শৃঙ্খলা থাকা উচিত, যা প্রত্যেকেরই অনুসরণ করা উচিত। প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য পেয়েছে যিনি আচার্যের মাধ্যমে নিয়োগ হয়েছেন। এটা কোনও সমস্যা নয় যে এই ধরনের একটি বিজ্ঞপ্তি প্রথমবার জারি করা হচ্ছে বরং এটি শৃঙ্খলাকে অগ্রাধিকার দেয়। ক্যাম্পাস সুষ্ঠুভাবে চালানোর জন্য যথাযথ নিয়ম-কানুন থাকা উচিত।’ যদিও এই সিদ্ধান্তের পিছনে কোনও নির্দিষ্ট কারণ আছে কিনা জানতে চাইলে তিনি উত্তর দিতে রাজি হননি।

প্রসঙ্গত, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ও বরাবর মুক্ত চিন্তার উপর জোর দিয়ে এসেছে। সেখানে এমন বিজ্ঞপ্তিতে বিতর্ক তৈরি হয়েছে। এর বিরোধীরা করেছেন অধ্যাপক এবং পড়ুয়ারা। জোড়াসাঁকো এবং বিটি রোড উভয় ক্যাম্পাসের পড়ুয়া এবং অধ্যাপকদের মধ্যে ক্যাম্পাসে যথেষ্টই শান্তির পরিবেশ রয়েছে। তাই এই ধরনের বিজ্ঞপ্তির কোনও প্রয়োজনীয়তা ছিল না, বলেই পড়ুয়াদের একাংশের মতামত।