Ruturaj Gaikwad admits MS Dhoni hinted he might be appointed as CSK captain IPL 2024

চেন্নাই: মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) নিজের ব্যাটিং হোক বা নিজের না না সিদ্ধান্ত। বরাবরই সকলকে চমকে দেওয়ায় পটু। চলতি আইপিএল (IPL 2024) শুরুর ঠিক আগেরদিন হঠাৎ করেই ধোনির চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত সকলকে জানানো হয়। রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad) তিনি নেতৃত্ব হস্তান্তর করেন। তবে রুতুরাজ নিজেই জানান যে হঠাৎ করে নয়, তিনি যে পরবর্তী সিএসকে অধিনায়ক হতে পারেন, তার পূর্বাভাস ধোনি বহু আগেই তাঁকে দিয়ে রেখেছিলেন।

২০২২ সালের শুরুতেও ধোনি একবার সিএসকে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেইবার রবীন্দ্র জাডেজাকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু দল তেমন সাফল্য না পাওয়ায় জাডেজা নিজেই মাঝমরশুমে ফের একবার ধোনিকে নেতৃত্বের দায়ভার তুলে দেওয়া হয়। সেই মরশুমেই নাকি রুতুরাজকে তাঁর অধিনায়ক হওয়ার পূর্বাভাস দিয়ে রেখেছিলেন ধোনি। কেকেআরের বিরুদ্ধে জয়ের পর সোমবারই সেই ঘটনার স্মৃতচারণ করলেন সিএসকে অধিনায়ক।

ম্য়াচ শেষে সাংবাদিক সম্মেলনে রুতুরাজ বলেন, ‘এত বড় বিষয়টা নিয়েও কিন্তু আমাদের মধ্যে খুব গভীর কোনও আলোচনা হয়েছিল তেমনটা নয়। আমরা তখন অনুশীলন করছিলাম, যখন ওঁ আমায় এসে এটি বিষয়টি জানান। আমি নিশ্চিত যে সকলেই মনে করেন  আমার জন্য এই কাজটা বিরাট চ্যালেঞ্জিং। তবে কাউকে অনুকরণ করে নয়, আমি নিজের মতো করে নেতৃত্ব দিয়ে দলের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাই। ২০২২ সালে ওঁ আমায় আভাস দিয়েছিলেন যে হয়তো পরের বছর নয়, তবে তুমি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পার। তাই তৈরি থেকো। তারপর থেকে আমি প্রস্তুতই ছিলাম। এটা তো আমার জন্য নতুন কিছু নয়।’

রুতুরাজ অধিনায়ক হিসাবে শুরুটা মন্দ করেননি। তার নেতৃত্বে সিএসকে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক হাঁকিয়েছে। পাঁচ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় চারে পয়েন্টে রয়েছে হলুদ ব্রিগেড। ব্যাটার রুতুরাজের ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন ছিল বটে। তবে নাইটদের বিরুদ্ধে ৫৮ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসে ফর্মেও ফিরেছেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ব্যাট হাতে ধোনি মাঠে নামতেই জনগর্জন, আওয়াজের চোটে বাধ্য হয়ে কানে চাপলেন রাসেল

আরও দেখুন