Solar Eclipse View from Space: সূর্যগ্রহণের দৃশ্য পৃথিবীর কক্ষপথ থেকে কেমন লাগে? স্পেস থেকে কী দেখা গেল? প্রকাশ্যে ভিডিও

সূর্যগ্রহণ ঘিরে আমেরিকার বুকে একের পর এক বিরল দৃশ্যের সাক্ষী থেকেছেন সেখানের সাধারণ মানুষ। বিশ্বের বহু জায়গা থেকেই ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ দেখা গিয়েছে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যায়নি। ভারতীয় সময় রাত ৯ টা ১২ মিনিটে ৮ এপ্রিল এই গ্রহণ হয়। বিশ্ববাসী যখন মাটিতে দাঁড়িয়ে এই বিরল দৃশ্যকে চাক্ষুস করছেন, তখন মহাকাশে কোন দৃশ্য দেখা গিয়েছে এই সূর্যগ্রহণ ঘিরে? এই প্রশ্ন যদি আপনার মনে থাকে, তাহলে আপনার জন্য রয়েছে প্রশ্নের জবাবও!

সদ্য এলন মাস্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সূর্যগ্রহণের এক অভূতপূর্ব দৃশ্য। গ্রহণ ঘিরে পৃথিবীপৃষ্ঠের কোলাহল থেকে বহু দূরে, মহাকাশে, পৃথিবীর কক্ষপথের থেকে সূর্যগ্রহণের দৃশ্যের ভিডিয়ো তিনি তুলে ধরেছেন। এলন মাস্কের সংস্থা স্পেস এক্স স্টারলিঙ্ক স্যাটেলাইট থেকে পৃথিবীর কক্ষপথের এই দৃশ্য দেখা গিয়েছে। ২১ সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, চাঁদের ছায়ার অংশ। পৃথিবীর কোন কোন অংশে এই ছায়া পড়ছে, তাও পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইট তুলে ধরেছে। প্রসঙ্গত, পৃথিবীকে প্রদক্ষিণকারী ৭,৫০০ স্যাটেলাইটের মধ্যে ৬০ শতাংশ স্যাটেলাইটের মালিকানাই রয়েছে এলন মাস্কের সংস্থার।

( Ajwain Plant Benefits:বাড়িতে লাগান জোয়ান গাছ, পাতা দিয়ে বানান পকোড়া, পরোটা! রেসিপি, গাছের যত্নের টিপস রইল)

শুধু কি এলন মাস্কের সংস্থা এমন বিরল ছবি তুলে ধরেছে? তারসঙ্গে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাও তুলে ধরেছে সূর্যগ্রহণ ঘিরে বিরল দৃশ্য। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে কেমন দেখতে লাগছিল বছরের প্রথম সূর্যগ্রহণ? সেই কৌতূহল নিবারণ করতে এগিয়ে এসেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেই ভিডিয়োয় প্রকাণ্ড চাঁদের ছায়াকে দেখা যায়। সেটি কীভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রভাব ফেলছে, তাও দেখা যায়। গায়ে কাঁটা লাগানো এই দৃশ্য ঘিরে রীতিমতে উচ্ছ্বসিত নেটপাড়া। সূর্যগ্রহণের চিরাচরিত ছবি ফেলে এসে, এআইএয়ের যুগে, আন্তর্জাতিক স্পেস স্টেশন কিম্বা পৃথিবীর কক্ষপথ থেকে যে ছবি ধরা পড়ল, তার ভিডিয়ো রকেট গতিতে ভাইরাল হচ্ছে।

 

২০২৪ সালের পরের সূর্যগ্রহণ কবে?

২০২৪ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে ২ অক্টোবর। সেদিন, ভারতীয় সময় অনুযায়ী রাত ৯ টা ১৩ মিনিটে শুরু হবে গ্রহণ। সূর্যগ্রহণ চলবে রাত ৩ টে ১৭ মিনিট পর্যন্ত। মোট ৬ ঘণ্টা ৪০ মিনিট ধরে এই গ্রহণ হবে। উল্লেখ্য, সেদিনের গ্রহণও দেখা যাবে না ভারত থেকে।