Soumitra Khan: ‘ছবি দেখলেই মানুষ বুঝবে কতটা…’ সৌমিত্রকে ব্যক্তিগত আক্রমণ মমতার

রাজ্যের নজরকারা লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল বিষ্ণুপুর কেন্দ্র। এবার এই আসনে একদিকে তৃণমূল প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল, অন্যদিকে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ ।সেখানে প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াই দেখবে রাজ্যবাসী। সুজাতা মণ্ডল এর আগে একাধিবার প্রকাশ্যে সৌমিত্রকে লম্পট, চরিত্রহীন বলে মন্তব্য করেছেন। আর এবার সৌমিত্র খাঁয়ের চরিত্র নিয়ে বাঁকুড়ার সভায় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দাবি করেছেন, সৌমিত্রর অনেক ছবি রয়েছে তাঁর কাছে। যেগুলি দেখলে কেউ তাঁকে আদর্শবান বলবে না। এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সৌমিত্র খাঁ। পালটা সুজাতা মণ্ডলও এক হাত নিয়েছেন সৌমিত্রকে।

আরও পড়ুন: ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে

কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

সোমবার বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর হয়ে প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নাম না করে সৌমিত্রকে আক্রমণ করেন। তিনি জানান, বিষ্ণুপুরের একজন আছে। তাঁর স্ত্রী সেখানে দাঁড়িয়েছে। তাঁর অনেক ফটো আছে যেগুলি দেখলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। তিনি জানান, বিজেপি মিথ্যে কথা বলে। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই পালটা তাঁকে চ্যালেঞ্জ করেছেন সৌমিত্র খাঁ। তিনি দাবি করেছেন, এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। পালটা মমতাকে চ্যালেঞ্জ করে ছবিগুলি আনতে বলেছেন সৌমিত্র। বিজেপি প্রার্থীর কথায়, ‘স্বামী-স্ত্রীর কোথায় কোনও পুরনো ছবি থাকলে সেটা আলাদা বিষয়। ক্ষমতা থাকলে ছবি সামনে আনুন মুখ্যমন্ত্রী।’ মমতার দাবি মিথ্যে বলে পালটা জানান সৌমিত্র। এপ্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলে মন্তব্য করেন তিনি। সৌমিত্র বলেন, ‘ ভাইপো চোর হতে পারে সৌমিত্র ঘা চোর নয়।’ পালটা অভিষেকের চরিত্র নিয়েই প্রশ্ন তোলেন সৌমিত্র।

তবে সৌমিত্র চরিত্র নিয়ে আবারও আঙুল তুলেছেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। সুজাতার দাবি, তিনি থাকতে থাকতেই অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক জড়িয়ে ছিলেন সৌমিত্র। শিলিগুড়ির বিজেপির প্রয়াত জেলা সভাপতির স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে তিনি দাবি করেন। একই সঙ্গে বহরমপুরে শিলিগুড়ির বিজেপি সভাপতি পথ দুর্ঘটনায় রহস্য মৃত্যু নিয়েও তিনি প্রশ্ন তোলেন। মৃত্যুর ঘটনায় তিনি তদন্তের দাবি জানিয়েছেন।