TMC leader arrest in job scam: ভোটের মধ্যে দুর্নীতি-তদন্ত রুখতে কমিশনে TMC, একই অভিযোগে দলের নেত্রীকে ধরল পুলিশ

ভোটের মুখে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেরবার তৃণমূল। চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে জেলে রয়েছেন ডজন খানেক তৃণমূল নেতা। এবার সেই তালিকায় নাম লেখালেন পুরুল্যা জেলা তৃণমূলের সম্পাদিকা বর্ণালী দত্ত। চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় নতুন করে তৃণমূলকে আক্রমণ শুরু করেছে বিরোধীরা।

পুরুল্যার জয়পুরের বাসিন্দা ববি মুখোপাধ্যায়ের দাবি, ICDSএ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বছর কয়েক আগে তাঁর কাছ থেকে প্রায় ১ লক্ষ টাকা নেন বর্ণালী। এর পর দীর্ঘদিন কাটলেও নিয়োগপত্র হাতে পাননি তিনি। নিয়োগপত্র না পেয়ে টাকা ফেরত চান বধূ। টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ববিকে ঘোরাতে থাকেন বর্ণালী। এর পর পুলিশের দ্বারস্থ হন তিনি। বর্ণালী দত্তের বিরুদ্ধে অভিযোগ করেন ববি মুখোপাধ্যায় ও তাঁর স্বামী বিকাশ মুখোপাধ্যায়।

তদন্তে নেমে সোমবার বর্ণালী দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আরও ২ অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবারই প্রথম নয়। এর আগে বলরামপুর থানার বাসিন্দা এক যুবকও বর্ণালী দত্তের নামে প্রতারণার অভিযোগ করেছিলেন। ২০১৩ সালে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওই যুবকের কাছ থেকে তৃণমূলের ওই নেত্রী কয়েক লক্ষ টাকা নেন বলে অভিযোগে উল্লেখ ছিল। যদিও শেষ পর্যন্ত যুবক চাকরি পাননি।

এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। পুরুল্যার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, ‘এই গ্রেফতারিতে তৃণমূল কংগ্রেস ও তার পুলিশের ভণ্ডামি ফের একবার প্রকাশ্যে চলে এল। একদিকে যখন ভোটপ্রক্রিয়া চলাকালীন নিয়োগ দুর্নীতির তদন্ত বন্ধ রাখতে হবে বলে দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে তৃণমূল নেতারা নাটক করছেন, হাইকোর্টে রাজ্যের মুখ্যসচিব বলছেন, ভোট প্রক্রিয়া শেষ না হলে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেওয়া যাবে না, তখন পুরুল্যায় চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে তৃণমূলেরই নেত্রীকে গ্রেফতার করছে পুলিশ। তার মানে কমিশনের কাছে তৃণমূলের দাবি শুধুমাত্র পিঠ বাঁচানোর চেষ্টা। কমিশনে তৃণমূল যে অভিযোগ করেছে তার যে কোনও সারবত্তা নেই তা তাদের পুলিশের পদক্ষেপই প্রমাণ করে দিল।’

ওদিকে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘ওই মহিলা এক সময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে দীর্ঘদিন দলের সঙ্গে তাঁর আর কোনও যোগ নেই। অপরাধ করে থাকলে পুলিশ আইনি পদক্ষেপ করবে।’