IPL 2024 RR vs GT Innings Highlights Rajasthan Royals gave target of 197 runs against Gujarat Titans at Jaipur

জয়পুর: ম্যাচ শুরুর আগে আচমকা কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল মরুশহর জয়পুরে। সোয়াই মান সিংহ স্টেডিয়ামে ম্যাচ শুরুও হল নির্ধারিত সময়ের দশ মিনিট পরে। সন্ধ্যা ৭.৪০-এ। এবং বৃষ্টির আশঙ্কা থাকায় টস জিতে রাজস্থান রয়্যালসকে (RR vs GT) প্রথমে ব্যাট করতে পাঠান শুভমন গিল (Shubman Gill)। তাঁর স্পষ্ট যুক্তি ছিল, বৃষ্টি নামলে পরে ব্য়াট করলে অঙ্ক কষে রান তাড়া করা যাবে। 

শুরুতেই যশস্বী জয়সওয়াল ও জস বাটলারের উইকেট তুলে নেওয়ার পর গুজরাত টাইটান্সের অধিনায়ক গিল কি আদৌ ভাবতে পেরেছিলেন যে, রাজস্থান রয়্যালসের মিডল অর্ডার ঝড় তুলবে, পৌঁছে যাবে রানের পাহাড়ে?

৪২/২ হয়ে যাওয়ার পর প্রত্যাঘাতের শুরুটা করেছিলেন রিয়ান পরাগ (Riyan Parag)। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন। বুধবার রাজস্থান ইনিংসের ১৯তম ওভারে যখন ফিরলেন, অসমের তরুণের নামের পাশে জ্বলজ্বল করছে ৪৮ বলে ৭৬ রান। ৩টি চার ও পাঁচ ছক্কায় সাজানো যে ইনিংস। হয়তো ষষ্ঠ ছক্কাটাও মেরে দিতেন, যদি না মোহিত শর্মার বলে বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ নিতেন বিজয় শঙ্কর। বল একবারে তালুবন্দি করতে পারেননি। শরীরের ভারসাম্য হারাচ্ছেন বুঝে বল শূন্যে ছুড়ে দেন বিজয়। বাউন্ডারির বাইরে থেকে লাফ মেরে মাঠে ফিরে ক্যাচ ধরেন।

 

রিয়ানের সঙ্গেই ঝোড়ো ইনিংস খেলে যান সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার হয়ে গেলেন তিনি। ৩৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন রিয়ান। সঞ্জু ৩১ বলে হাফসেঞ্চুরি করলেন। তৃতীয় উইকেটে ৭৮ বলে ১৩০ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন রিয়ান ও সঞ্জু। ৩৮ বলে ৬৮ রানে অপরাজিত রইলেন সঞ্জু। ২০ ওভারে রাজস্থান তুলল ১৯৬/৩। ম্যাচ জিততে ১৯৭ রান তুলতে হবে গিল, ম্যাথু ওয়েডদের।                     

আরও পড়ুন: বাড়িতে হরিনাম সংকীর্তন করছেন হার্দিক-ক্রুণাল, ভাইরাল হল ভিডিও

আরও দেখুন