IPL 2024: what is the current situation of point table after PBKS vs SRH match get to know

মুম্বই: আইপিএলে (IPL 2024) গতকাল পাঞ্জাব কিংসকে(Punjab Kings)  তাঁদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের আগে পর্যন্ত দুটো দলই চারটি করে ম্য়াচ জিতে ঝুলিতে ২ পয়েন্ট নিয়েছিল। কিন্তু গতকালের ম্য়াচের পর সানরাইজার্স এগিয়ে গিয়েছে পাঞ্জাবের থেকে পয়েন্ট টেবিলে। এই মুহূর্তে পাঁচ ম্য়াচে ৩ ম্য়াচ জিতে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে কামিন্সের দল। ধবনের পাঞ্জাব ৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বর স্থানে রয়েছে। পয়েন্ট টেবিলের সাপ লুডোর খেলায় আর কোন দল কোন পজিশনে রয়েছে দেখে নেওয়া যাক –













দল ম্য়াচ জয় হার পয়েন্ট
রাজস্থান রয়্যালস
কলকাতা নাইট রাইডার্স
লখনউ সুপারজায়ান্টস
চেন্নাই সুপার কিংস
সানরাইজার্স হায়দরাবাদ
পাঞ্জাব কিংস
গুজরাত টাইটান্স
মুম্বই ইন্ডিয়ান্স
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু




দিল্লি ক্যাপিটালস

রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত একমাত্র দল যারা কোনও ম্য়াচ হারেনি। চারটি ম্য়াচে খেলত নেমে চার ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। শেষ ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রান তাড়া করে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল সঞ্জু স্য়ামসনের দল। ছক্কা হাঁকিয়ে শেষ বলে নিজের শতরান পূরণ করে ম্য়াচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন জস বাটলার। আজ তারা ফের মাঠে নামতে চলেছে। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। যাঁরা পাঁচ ম্য়াচ খেলতে নেমে এখনও পর্যন্ত মাত্র ২ টো ম্য়াচ জিতেছে। ডেভিড মিলারের অনুপস্থিতি শেষ কয়েকটি ম্য়াচে গুজরাতের ব্যাটিং অর্ডারকে অনেকটাই দুর্বল করে দিয়েছে। বিশেষ করে মিডল অর্ডারে রান করার মত কেউই নেই দলটায়।

পয়েন্ট টেবিলে রাজস্থানের সঙ্গে টেক্কা চলছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু নিজেদের শেষ ম্য়াচে সিএসকের বিরুদ্ধে হারের পর কলকাতা দু নম্বরে নেমে এসেছে। তারা ৪ ম্য়াচ খেলে ৬ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। তিন নম্বরে থাকা লখনউ সুপারজায়ান্টসও ৪ ম্য়াচে ৬ পয়েন্ট ঝুলিতে পুরেছে। শুধু কেকেআর রান রেটের বিচারে এগিয়ে লখনউয়ের থেকে। চারে সিএসকে। সাতে গুজরাত, আটে মুম্বই, নয়ে আরসিবি ও দশে দিল্লি ক্যাপিটালস।

আরও দেখুন