Viral Girl: ভারতের সবচেয়ে শক্তিশালী মেয়ে! দেখুন নয় বছর বয়সীর বিরাট শক্তি প্রদর্শন, অবাক হয়ে যাবেন

‘তেরি বাতোমে এয়সা উলঝা জিয়া’ ছবিতে যেভাবে ওয়েট লিফটিং করে চমকে দিয়েছিলেন কৃতি শ্যানন, একই কাণ্ড ঘটিয়েছে ভারতের নয় বছরের একটি বাচ্চা মেয়েও। ওয়েট লিফটিং বা ভারোত্তোলন, আজকের যুগের একটি চর্চিত একটি গেম কিংবা প্রতিযোগিতা। কম বয়সী থেকে মাঝামাঝি বয়সের অনেকেই এই গেমে নিজেদের পারদর্শীতা দেখিয়ে চলেছেন। সম্প্রতি, এমনই এক প্রতিযোগিতায় নজর কেড়েছে নয় বছরের ওই বালিকা। তাঁর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে চলেছে। মেয়েটি কত কিলো তুলেছে তা দেখে আপনিও অবাক হবেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োতে, দেখা গিয়েছে যে নয় বছর বয়সী আরশিয়া গোস্বামী ৭৫ কেজি ওজন এত সহজে ডেডলিফ্ট করেছেন যে এটি অনেক বয়স্ক মানুষকেও রীতিমত লজ্জা দেবে। ভিডিয়োতে আমরা প্রথমে আরশিয়াকে ৭৫ কেজি ওজনের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখি। তারপর ক্ষণে ক্ষণে গভীর শ্বাস নিয়ে সামনের দিকে পূর্ণ শক্তি দিয়ে ওজন তুলে কয়েক সেকেন্ডের জন্য ধরে রাখে মেয়েটি। তারপর অবশেষে হাল ছেড়ে দেয় সে। ওজন তোলার সময় শোনা গিয়েছে যে আরশিয়ার প্রশিক্ষক চিৎকার করে তাকে উৎসাহ দিচ্ছিলেন।

  • কে এই আরশিয়া গোস্বামী

আরশিয়া গোস্বামী ভারতের কনিষ্ঠতম মেয়ে ডেডলিফটার, এবং তাঁর অ্যাকাউন্টটি ভালো করে দেখলে দেখতে পাবেন যে তিনি এত কম বয়সে ডেডলিফটিং করেই বিশ্ব রেকর্ড এবং এশিয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন। এই ভিডিয়োটি @fit_arshia নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ১১.৫ মিলিয়ন ভিউ পেয়েছে এটি। বলা বাহুল্য, ভাইরাল ভিডিয়োটির শিরোনামেও লেখা ছিল যে ‘কোনও গানের প্রয়োজন নেই! ভারতের সবচেয়ে কমবয়সী এবং সবচেয়ে শক্তিশালী মেয়ে’।

ভিডিয়োটি দেখে আনন্দে আত্মহারা ভারতীয় নেটিজেনরা। ভারতীয় প্রতিভার এই নতুন উদাহরণ খুশি হয়ে মন্তব্য করেছেন অনেকেই এই বয়সে এত সহজে ভারোত্তোলন করা খুব কঠিন, একজন লিখেছেন। এখানে ১০ কেজি তোলাও অসম্ভব, তৃতীয় একজন বলেছেন। অভিভাবকের সমর্থন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, চতুর্থ জন মন্তব্য করেছেন৷ কিন্তু কেন এত অল্প বয়সে এত ভারী ওজন তুলতে বাধ্য করা হচ্ছে, বাচ্চাটি পরবর্তীকালে কষ্ট পাবেন না! পঞ্চম জন এমনটাই জিজ্ঞাসা করেছেন। অন্য একজন কিন্তু বেশ অনুপ্রাণিত হয়েই বলেছেন, মেয়েটির মুখ পুরো লাল বর্ণ ধারণ করেছে। নয় বছরের এই কনিষ্ঠা অনুপ্রেরণাই বটে।