ঈদগাহের পথে মুসল্লিরা

ঈদের সকালে দলে দলে মুসল্লিরা যাচ্ছেন ঈদগাহের পথে। এক মাস সিয়াম সাধনার পর ঈদের দিনের শুরুতেই ঈদের জামাতে অংশ নিতে ঈদগাহে যাচ্ছেন তারা। পাঞ্জাবি-পাজামা-টুপি পরে প্রিয়জনকে সঙ্গে নিয়ে জাতীয় ঈদগাহে যাচ্ছেন তারা।

ঈদের দিন সকালে পুরুষদের জন্য ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। বিশেষ পদ্ধতিতে অতিরিক্ত তাকবিরসহ জামাতে দুই রাকাত নামাজ আদায় করা এবং তারপর ঈদের খুতবা দেওয়া ও শোনা। ঈদের নামাজ খোলা ময়দানে আদায় করা উত্তম।  

দেশের বেশিরভাগ স্থানেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে। তবে যেসব স্থানে একাধিক জামাত হবে সেখানে সকাল ৭টা থেকে ১০টার মধ্যে জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় মসজিদে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এই ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে জাতীয় ঈদগাহে। একই সঙ্গে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ঈদের নামাজের পর মুসল্লিরা একে-অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদে পরস্পরকে শুভেচ্ছা জানানো শরীয়ত অনুমোদিত একটি বিষয়।