Justice Aniruddha Bose: সুপ্রিম কোর্ট থেকে অবসর নিলেন বিচারপতি বোস, পড়াশোনা কলকাতায়, কোথায় যোগ দেবেন ‘বাঙালি ভদ্রলোক’?

বিচারপতি অনিরূদ্ধ বোস। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় যাঁকে মাঝেমধ্য়েই একেবারে ঠিকঠাক বাঙালি ভদ্রলোক বলে উল্লেখ করেন। সেই বিচারপতি এবার অবসর নিলেন। তিনি পাঁচ বছর ধরে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কর্মরত ছিলেন। তাঁর সুপ্রিম কোর্টের কাজের মেয়াদ শেষ হল এবার। 

কোর্টরুমের বাইরের পরিবেশে তাঁকে দেখা যেত একেবারে আপাদমস্তক বাঙালিয়ানায়। তিনি ধোপদুরস্ত ধুতি পাঞ্জাবি পরেন। তাঁর অবসরের শেষ দিনে দেশের বিখ্য়াত বিচারপতিরা এই বাঙালি বিচারপতির প্রশংসায় পঞ্চমুখ। ক্ষুরধার বিচারক্ষমতা, যুক্তি দিয়ে গোটা বিষয়ের পর্যালোচনা আর সেই সঙ্গেই বাঙালিয়ানায় একেবারে অন্যরকম ঘরানা তৈরি করেছিলেন তিনি।

দেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, নানা ধরনের বই পড়তেন তিনি। যার জেরে তাঁর বহুমুখী জ্ঞান। তবে সুপ্রিম কোর্ট থেকে অবসর নেওয়ার পরে ওই বিচারপতি ভূপালের ন্যাশানাল জুডিশিয়াল আকাদেমির প্রধান হিসাবে যোগ দেবেন। এখানে বিচারপতিদের প্রশিক্ষণ দেওয়া হয়। ট্রায়াল কোর্ট ও সাংবিধানিক কোর্ট দুটি ক্ষেত্রেই বিচারপতিদের নিয়োগ করা হয় এখানে। 

প্রধান বিচারপতি জানিয়েছেন, বিচারপতি অনিরূদ্ধ বোস অবসর নিয়েছেন কিন্তু এনজেএতে তিনি যাচ্ছেন। তিনি একেবারে যোগ্য মানুষ। একজন আপাদমস্তক ভদ্রলোক তিনি। 

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি কমার্স নিয়ে পাশ করেছিলেন। সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে আইন নিয়ে পাশ করেছিলেন তিনি। এরপর ১৯৮৫ সালে তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। আর তারপর তিনি ২০০৪ সালের জানুয়ারি মাসে তিনি স্থায়ী হাইকোর্ট বিচারপতি হিসাবে নিয়োজিত হন। এরপর ২০১৮ সালে তিনি ঝাড়খণ্ডের হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন।