এক ইসরায়েলির বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র অপরাধের অভিযোগ মালয়েশিয়ার

ইসরায়েলি ব্যক্তি শালোম আভিতানের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র অপরাধের অভিযোগ এনেছেন মালয়েশিয়ার একটি আদালত। শুক্রবার (১২ এপ্রিল) তার বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি আদালত জানিয়েছে, শালোম আভিতানের বিরুদ্ধে লাইসেন্স ছাড়াই ছয়টি হ্যান্ডগান পাচার এবং চারটি বাক্স গোলাবারুদ রাখার অভিযোগ রয়েছে। কিন্তু শালোম বলছেন, তিনি দোষী নন।

ফরাসি পাসপোর্টে নিয়ে মালয়েশিয়ায় প্রবেশের দুই সপ্তাহ পর ২৭শে মার্চ অভিতানকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ বলেছে, মনে হচ্ছে, মোসাদের সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে। তাই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, আভিতান একটি সংগঠিত অপরাধ গ্রুপের সদস্য। প্রতিদ্বন্দ্বী গ্যাং নেতাকে আক্রমণ করার পরিকল্পনা করছিল।

মালয়েশিয়ার এক দম্পতির বিরুদ্ধে আভিতানকে অস্ত্র বিক্রির অভিযোগ উঠেছিল। তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তদন্তের সঙ্গে জড়িত দুই তুর্কি নাগরিকসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই মালয়েশিয়ার। তাই গাজা যুদ্ধের স্পষ্টভাবে সমালোচনা করে এই দেশ।