Bus accident: মদ খেয়ে ১২০ কিমিতে বাস চালাচ্ছিল! দুর্ঘটনায় মৃত ৮ পড়ুয়া, ইদের ছুটিতেও স্কুল ছিল

মদ খেয়েছিলেন চালক। ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ছোটাচ্ছিলেন বাস। যেই একটা বাঁক নিতে যান, ওমনি ভারসাম্য হারিয়ে ফেলেন। তারপর ধাক্কা মেরে উলটে যায় বাস। 

হাসপাতালের বিছানায় শুয়ে হরিয়ানার মহেন্দ্রগড়ের স্কুলবাস দুর্ঘটনায় আহত এক পড়ুয়া এমনই ভয়ংকর অভিজ্ঞতা শোনাল। যে বাস দুর্ঘটনায় আটজন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন পড়ুয়া। মহেন্দ্রগড়ের পুলিশ সুপার আর্শ বর্মা জানিয়েছেন যে ইতিমধ্যে বাসচালককে গ্রেফতার করা হয়েছে। সেই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।

আরও পড়ুন: Pass marks in HS Semester system: উচ্চমাধ্যমিকের সেমেস্টারে কত নম্বরে পাশ? কীভাবে যোগ হবে? নয়া নিয়ম জানাল সংসদ

মহেন্দ্রগড়ের দুর্ঘটনার সাম্প্রতিক আপডেট

১) প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে ওভারটেক করতে গিয়ে বাসটি উলটে গিয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ইদের জন্য ছুটি থাকলেও আজ জিএল পাবলিক স্কুল খোলা ছিল। 

২) ওই স্কুলবাসে প্রায় ৩০ জন পড়ুয়া ছিল। হরিয়ানা পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন যে ছয় বছর আগেই বাসটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। তারপরও বাসটি দিব্যি চলছিল।

৩) মহেন্দ্রগড়ের পুলিশ সুপার জানিয়েছেন যে বাসচালক মদ খেয়েছিলেন কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘বাসের নথিপত্রও খতিয়ে দেখছি আমরা। স্কুল কর্তৃপক্ষের তরফে সঙ্গে এখনও যোগাযোগ করিনি।’

আরও পড়ুন: Mamata amazed with Muslim’s patience: ‘১ দিন উপোস করলে আমায় ৩ দিন খেতে হয়’, আর রোজার সময় মুসলিমরা ১ মাস জল খান না- মমতা

৪) মহেন্দ্রগড়ের একটি হাসপাতালে আহত পড়ুয়াদের দেখতে যান হরিয়ানার শিক্ষামন্ত্রী সীমা ত্রিখা। যেখানে ১২ জন পড়ুয়ার চিকিৎসা চলছে। তিনি জানিয়েছেন যে এক পড়ুয়ার শারীরিক অবস্থা গুরুতর।

৫) হরিয়ানার শিক্ষমন্ত্রী বলেন, ‘স্কুলের মালিক, স্কুলের প্রধান শিক্ষক এবং বাসচালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সরকারি ছুটি থাকা সত্ত্বেও কেন স্কুল খুলে রাখা হয়েছিল, তাতে অবাক হয়ে গিয়েছি। ভবিষ্যতে আমরা সব বেসরকারি স্কুলকে নিজেদের পরিবহণের মাধ্যম নিয়ে একটি হলফনামা দাখিল করার নির্দেশ দেব, যাতে এরকম দুর্ঘটনা এড়ানো যায়।’

৬) সেই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরিয়ানার মহেন্দ্রগড়ে বাস দুর্ঘটনার খবরে অত্যন্ত শোকাহত। মৃত বাচ্চাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আহতদের যাবতীয় সহায়তা করা হচ্ছে। তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

আরও পড়ুন: East-West Metro full run update: কাজের গতি খুব কম, ২০২৫-র মার্চের আগে সম্ভবত পুরো রুটে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো