India-China Relations: ‘ইতিবাচক উন্নতি’, ভারতের সঙ্গে সীমান্ত সম্পর্ক নিয়ে মুখ খুলল চিন

চিন ভারত সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? এনিয়ে বেজিংয়ে মুখ খুলেছেন চিনের বিদেশমন্ত্রকের এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, সীমান্ত সংক্রান্ত অচলাবস্থা দূর করতে ভারত ও চিন ইতিবাচক উন্নতি করেছে। উভয়পক্ষই কূটনৈতিক ও সেনার পর্যায়ে আলোচনা চালিয়ে গিয়েছে। 

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিংয়ের বক্তব্য় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি জানিয়েছিলেন বেজিংয়ের সঙ্গে সম্পর্ক খুব গুরুত্বপূর্ দিল্লির কাছে, আর ধারাবাহিকভাবে যে পরিস্থিতি চলছে সীমান্তে সেটা মেটানো দরকার। নিউজ উইক ম্য়াগাজিনের কাছে একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন,  ইতিবাচক ও গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্য়মে দুই দেশ পরস্পরের সঙ্গে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে পারবে। 

ভারত আর চিন কূটনৈতিক ও সামরিক চ্য়ানেলের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত সমস্যা মেটাতে তৎপর। এনিয়ে ইতিবাচক ফলও তারা পেয়েছে। নিউজ ইউকে মোদীর সাক্ষাৎকার প্রসঙ্গে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিংয়ের মিডিয়ার সামনে একথা জানিয়েছেন। খবর এনডিটিভি সূত্রে। 

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, চিন ও ভারত উভয়ের স্বার্থেই একটি সুস্থির সম্পর্ক বজায় রাখা দরকার। চিন এটাই বিশ্বাস করে। পাশাপাশি সীমান্ত সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের উপর গুরুত্ব দেন তিনি।