IPL 2024 KKR cricketer Nitish Rana not fit uncertain in Kolkata Knight Riders next match against LSG at Eden Gardens exclusive

সন্দীপ সরকার, কলকাতা: গতবার যখন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) পিঠের অস্ত্রোপচারের জন্য গোটা আইপিএলের (IPL 2024) বাইরে, তিনিই হয়ে উঠেছিলেন মুশকিল আসান। দলের নেতৃত্বের গুরুভার তুলে দেওয়া হয়েছিল তাঁর কাঁধে। নীতীশ রানা (Nitish Rana) হতাশ করেননি। দল প্লে অফে উঠতে না পারলেও, কলকাতা নাইট রাইডার্স লড়াকু ক্রিকেট খেলেছিল। রিঙ্কু সিংহের উত্থানেও ভূমিকা ছিল তাঁর। অল্পের জন্য শুধু প্লে অফের যোগ্যতা পায়নি কেকেআর।

তবে এবার চোট সমস্যায় জর্জরিত গতবারের নাইট অধিনায়ক। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেছিলেন। দিল্লির ক্রিকেটারকে নিয়ে প্র্যাক্টিসে আলাদা সময় কাটাচ্ছিলেন মেন্টর গৌতম গম্ভীরও। যাঁর হাত ধরে নীতীশের উত্থান। এমনকী, শ্রেয়স যখন এবারের আইপিএলের আগেও চোটে কাবু ছিলেন, শোনা যাচ্ছিল, বিকল্প অধিনায়ক হিসাবে ফের নীতীশের কথা ভেবে রাখা হচ্ছে।

কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর থেকে আর মাঠেই নামেননি নীতীশ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস, কেকেআরের জার্সিতে পরপর তিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি নীতীশ। গতবারের অধিনায়কের হল কী?

খোঁজ নিয়ে জানা গেল, ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন নীতীশ। তাঁর হাতের চোট এখনও সারেনি। পরিস্থিতি এমনই যে, ব্যাটই ধরতে পারছেন না বাঁহাতি ব্যাটার। শুক্রবার ইডেনে কেকেআরের প্র্যাক্টিসে হাজির ছিলেন নীতীশ। লক্ষ্য করে দেখা গেল, তিনি নেটে পুরোদমে ব্যাটই করলেন না। মঙ্গুজ় জাতীয় একটা ছোট আকৃতির ব্যাট নিয়ে একহাতে কিছুক্ষণ নেটে সময় কাটালেন। তারপর বেরিয়ে এলেন নেট থেকে। 

কেকেআরের ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতেকে দেখা গেল, ক্লাব হাউসের সামনে ক্যাচ প্র্যাক্টিস করাচ্ছেন। নীতীশ রানাকেও খানিকক্ষণ ক্যাচিং দিলেন। কিন্তু সেই ক্যাচও তাঁকে ধরতে দেখা গেল এক হাতে। যা দেখে বোঝা গেল, তিনি এখনও ফিট নন।

রবিবার ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের। সেই ম্যাচে নীতীশের খেলার সম্ভাবনা নেই। ঘরের মাঠে পরপর পাঁচ ম্যাচ খেলবে কেকেআর। নীতীশ না থাকা মানে নাইটদের মিডল অর্ডারের শক্তিও কমবে। কবে তিনি মাঠে নামতে পারবেন? আপাতত তাঁর দ্রুত ফিট হয়ে ওঠার প্রার্থনাই করছেন কেকেআর সমর্থকেরা।

আরও পড়ুন: মুম্বইয়ে সৌরভ-আয়ুষ্মান বৈঠক! আইপিএলের মাঝেই দাদার জীবনকাহিনিতে ডুব

আরও দেখুন