IPL 2024: Orange Cap List till now after Mumbai vs RCB match get to know

মুম্বই: দল টানা হারছে। তবে তিনি এখনও কমলা টুপির দৌড়ে শীর্ষে। গতকাল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম আরসিবি (RCB) ম্য়াচে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন অরেঞ্জ ক্যাপ (Orange Cap) দখলের দৌড়ে শীর্ষস্থান থেকে তাঁকে সরানো যায়নি। ৬ ম্য়াচে ৩১৯ রান করে তিনিই শীর্ষে রয়েছেন তালিকায়। এখনও পর্যন্ত আশির কাছাকাছি গড় রেখে ব্যাটিং করে গিয়েছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। প্রথম পাঁচে শেষ চারজনের জায়গা অদলবদল হলেও শীর্ষস্থানেই এখনও পর্যন্ত রয়ে গিয়েছেন বিরাট। 

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের এই তরুণ ডানহাতি ব্যাটার গত ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও ঝোড়ো অর্ধশতরান হাঁকিয়েছিলেন। যদিও ম্য়াচ জেতাতে পারেননি। কিন্তু তিনি ফের দু নম্বরে উঠে এসেছেন আসামের তরুণ ব্যাটার। ৫ ম্য়াাচ খেলে এখনও পর্যন্ত ২৬১ রান করেছেন রিয়ান। গড় অবশ্য বিরাটের থেকে বেশি রিয়ানের। তিনি ৮৭ গড়ে রান তুলেছেন। তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক ও ওপেনার শুভমন গিল। তিনি মোট ৬ ম্য়াচে ২৫৫ রান করেছেন। ৫১ গড়ে ব্যাটিং করেছেন গিল। রাজস্থান রয়্য়ালস অধিনায়ক সঞ্জু স্যামসন প্রথম পাঁচে উঠে এসেছেন। পাঁচ ম্য়াচে ২৪৬ রান করেছেন স্যামসন। ৮২ গড়ে ব্যাটিং করেছেন তিনি। পাঁচ নম্বরে রয়েছেন গুজরাত টাইটান্সের তরুণ ব্যাটার সাই সুদর্শন। সব ম্য়াচেই মোটামুটি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমেছেন সাই। ব্যাট হাতে নেমেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন এই তরুণ। ৬ ম্য়াচে ২২৬ রান করেছেন তিনি। 

 


এখনও পর্যন্ত এবারের আইপিএলে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন কিং কােহলি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্য়াচে ৬২ বলে শতরান পূরণ করেন তিনি। এছাড়াও ১১৩ রানের ইনিংস খেলেন। যা চলতি আইপিএলে যে কোনও ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ এখনও পর্যন্ত। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতে অবশ্য রান পাননি বিরাট। মাত্র ৩ রান করেই প্যাভিলিয়নে ফেরেন কোহলি। ম্য়াচও হেরে যায় আরসিবি। একমাত্র পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচ ছাড়া এখনও পর্যন্ত কোনও ম্য়াচ জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরও দেখুন