MEA on Israel Iran:দুই দেশে যুদ্ধের হুঙ্কার! ইজরায়েল, ইরানে ভারতীয়দের না যাওয়ার বার্তা দিয়ে অ্যাডভাইসারি জারি কেন্দ্রের

ইরান ও ইজরায়েলের পরম্পর পরস্পরের প্রতি রণহুঙ্কারে যুদ্ধের সম্ভাবনার আশঙ্কা ছড়াচ্ছে পশ্চিম এশিয়ায়। ইতিমধ্যেই হামাসকে হামলা করে গাজায় যুদ্ধাভিযান চালাচ্ছে ইজরায়েল। যে ইজরায়েলের বহুজনকে অপহরণ ও হত্যা করার ঘটনায় হামাসের বিরুদ্ধে গত অক্টোবর থেকে যুদ্ধে নেতানিয়াহুর দেশ। এই পরিস্থিতিতে ইরানও ক্রমেই ইজরায়েলের বিরুদ্ধে ফুঁসছে। সেনাকে যুদ্ধ প্রস্তুতি নিতে বলে দিয়েছেন ইজরায়েলের রাষ্ট্রনেতা নে তানিয়াহু।  এই অবস্থায় ইজরায়েল ও ইরানে যাতে ভারতীয়রা বেড়াতে না যান, তার জন্য ট্রাভেল অ্যাডভাইসারি জারি করল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।

ভারত ছাড়াও বিশ্বে একাধিক দেশ যুদ্ধের সম্ভাবনার মাঝে সেদেশের নাগরিকদের জন্য জারি করেছে ইজরায়েল ও ইরানে যাওয়ার অ্যাডভাইসারি। মূলত, গাজায় ইজরায়েলের হামলার প্রতিশোধকল্পে যুদ্ধের জন্য বহু আগেই হুঙ্কার দিয়েছে ইরান। এদিকে, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে সদ্য হামলা চালিয়েছে ইজরায়েল। তারপর যুদ্ধের জন্য সেজে উঠছে ইরান। মিডিয়া রিপোর্ট এমনই বলছে। আগেভাগেই তারা আমেরিকাকে এই সংঘাতের মাঝ থেকে সরে দাঁড়াতে বলেছে। এদিকে, এই পরিস্থিতির মাঝে পশ্চিম এশিয়া যখন প্রায় তোলপাড়, তখন ভারত তার দেশবাসীকে সতর্ক করে এক অ্যাডভাইসারি জারি করেছে। সেখানে সাফ ভারতীয়দের ইজরায়েল ও ইরানে সফর না করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। পরবর্তী নোটিস না আসা পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে বলে জানানো হয়েছে। ভারত তার অ্যাডভাইসারিতে জানিয়েছে,’ ওই এলাকার পরিস্থিতি নজরে রেখে, পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত ইরান ও ইজরায়েলে ভারতীয়দের সফর করতে বারণ করা হচ্ছে। যাঁরা বর্তমানে ইরান ও ইজরায়েলে বসবাস করছেন, তাঁদের অনুরোধ করা হচ্ছে সেখানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে।’

( দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করতে চলেছে কেন্দ্র, ‘ষড়যন্ত্র’ এর অভিযোগে বিস্ফোরক দাবি আপ-র, ‘কাল্পনিক’ গল্প বলছে বিজেপি)

ভারতের বিদেশমন্ত্রক সতর্কতার সুরে জানিয়েছে, ইরান ও ইজরায়েলে যে ভারতীয়রা রয়েছেন তাঁরা যেন নিজেদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করেন। এদিকে, গাজা যুদ্ধের মধ্যেই ইজরায়েলে মে মাসের মধ্যে ভারত থেকে ৬ হাজার শ্রমিকের পৌঁছানোর কথা রয়েছে। ইজরায়েল ও ভারতের ‘গর্ভনমেন্ট টু গর্ভনমেন্ট’ চুক্তির ফলেই এই যাত্রা। তবে সেক্ষেত্রেও কেন্দ্র জানিয়েছে, ওই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইজরায়েলের প্রশাসনকে অনুরোধ করা হয়েছে দিল্লির তরফে। ইজরায়েলে ক্রমাগত শ্রমিক সংখ্যায় ঘাটতির ফলে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এর আগে, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইজরায়েলের হামলা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইজরায়েলে ইরানের হামলা হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। বলছে, ওয়ালস্ট্রিট জার্নাল।