Suvendu Adhikari on Café Blast: ‘রাজ্য আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল’, কাফে বিস্ফোরণে গ্রেফতারি, তোপ শুভেন্দুর

রামেশ্বরম কাফে বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্ত কলকাতা সংলগ্ন কাঁথি এলাকাতে লুকিয়ে ছিল। এনআইএ শুক্রবার তাদের গ্রেফতার করেছে। রাজ্য থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতারি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। 

কাঁথি বিরোধী দলনেতার নিজের শহর। সেখানে আস্তানা গেড়ে ছিল দুষ্কৃতীরা।  এ নিয়ে শুভেন্দু বলেন, ‘কাঁথি আমার হোম টাউন। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল এটা আগেও প্রমাণিত। পাঞ্জাব পুলিশ চপারে করে এখানে এসে পাঞ্জাবের দুষ্কৃতি এনকাউন্টার করেছে। মুজিবর রহমানের দুজন দণ্ডাদেশ প্রাপ্ত খুনি। একজন হাওড়ায় হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে ছিল। পরে পার্ক সার্কাস থেকে মাজেদকেও ধরা হয়। পার্কসার্কাস মানে শহরের প্রাণ কেন্দ্র। এটা স্বাভাবিক যে গোটা দেশে যত বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তাদের সেফ জোন এইটা। সিপিএম করত। এখন মমতা ব্যানার্জি করছে। ’

কাফে বিস্ফোরণের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মুজাম্মিল শরিফকে টানা ২৭ দিন পর পুলিশ গ্রেফতার করে। বাকি দু’‌জন অভিযুক্তের খোঁজ চালাচ্ছিলেন তাঁরা। এনআইএ তাঁদের খোঁজ পেতে আর্থিক পুরস্কারও ঘোষণা করে। বিজ্ঞপ্তি জারি করে তারা এই দুই সন্দেহভাজনের হদিশে দিলেই ২০ লক্ষ টাকা পুরস্কারের কথা বলা হয়। 

আরও পড়ুন। রামেশ্বরম কাফে বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্ত গ্রেফতার করল এনআইএ, গা–ঢাকা কাঁথিতে

কেন রাজ্য দুষ্কৃতীদের ‘মুক্তাঞ্চল’ হয়ে উঠছে তার ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, ‘পুলিসকে পার্টি ক্যাডারে পরিণত করে পুলিশের নিজস্ব কাজ না করতে দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি ৭২ টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি। যাতে কাঁটাতারের বেড়া না লাগানো যায়।’ 

আরও পড়ুন। কাঁথিতে ২ ‘ISIS’ জঙ্গি ধরা পড়তে মমতাকে তোপ BJP-র, শুভেন্দুরা আশ্রয় দেয়, বলল TMC

বুধবার ভোটের প্রচারে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান প্রকাশ্যে হুমকি দিলেন বিরোধী ভোটারদের। তিনি বলেন, ‘২৬ এপ্রিল ভোট হয়ে গেলে আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে’। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘নির্বাচন নিয়ে আশঙ্কিত হওয়ার কিছু নেই। এতো সবাই জানে। ওরা বলছে ২৬ তারিখের পর আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে। এই সেন্ট্রাল বাহিনী কে? শেখ শাহাজাহান, মেহেদী হাসান, মিনাখার আয়ুব গাজি, বাসন্তীর রাজা গাজি, ফলতার জাহাঙ্গীর, ক্যানিং এর শওকত মোল্লা।’

আরও পড়ুন। একের পর এক মহিলার বুকে ছুরির আঘাত আততায়ীর, বারাসতের ঘটনায় গ্রেফতার এক