Terrorist in Digha: দিঘার সৈকতে দেদার ফুর্তি, ২ জঙ্গি কী ভাবে পেল হোটেল রুম, উঠছে প্রশ্ন

বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের দুই ‘মাস্টারমাইন্ড’কে নিউ দিঘা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এনআইএ সূত্রে জানা যাচ্ছে, কলকাতা একটি হোটেলে রাত কাটিয়ে দিঘায় আসে তারা। ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে তারা হোটেল বুকিং করে। শুক্রবার কাকভোরে সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।

সূত্রের খবর বিস্ফোরণকাণ্ডের দুই অভিযুক্ত কলকাতার লেনিন সরণির হোটেল থেকে দিঘায় আসে। এনআইএ-র তরফে পুলিশের কাছে খবর আসার পর পুলিশ তাদের লোকেশন ট্র্যাক করতে শুরু করে। পূর্ব মেদিনীপুরের দিঘায় তাদের গতিবিধি চিহ্নিত করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড ছিল। সেই আধার কার্ড দেখিয়ে তারা হোটেল বুকিং করে। এমনকি দিঘার সমুদ্রে স্নানও করে তাঁরা।

আরও পড়ুন। ব্যবহার করত হিন্দু নাম, বাংলায় ডেরা নেওয়া জঙ্গিদের মাথার দাম কত ছিল?

খবর আশে বৃহস্পতিবার রাতে

পূর্ব মেদিনীপুর পুলিশের কাছে ওই অভিযুক্তদের সম্পর্কে খবর আসে বৃহস্পতিবার রাতে। সেই তথ্যের ভিত্তি পুলিশ এবং এনআইএ যৌথভাবে অভিযান চালায়। তথ্য আসার দুই ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা সম্ভব হয়। অত সকালে পুলিশ থেকে ঘাবড়ে যান হোটেলের আশপাশের লোকজন।

আরও পড়ুন। ‘রাজ্য আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল’, কাফে বিস্ফোরণে গ্রেফতারি, তোপ শুভেন্দুর

আরও পড়ুন। কাঁথিতে ২ ‘ISIS’ জঙ্গি ধরা পড়তে মমতাকে তোপ BJP-র, শুভেন্দুরা আশ্রয় দেয়, বলল TMC

দিঘার নিরাপত্তা নিয়ে প্রশ্ন

গা ঢাকা দেওয়ার জন্য অভিযুক্তরা সৈকত শহর বেছে নিয়েছিল। কী করে সম্ভব হল, তা নিয়ে প্রশঅন উঠতে শুরু করেছে। কারণ বেশ কয়েকটি ঘটনার জেরে ইতিমধ্যে দিঘায় হোটেল বুকিং-এর ক্ষেত্রে নিয়মাবলী বেশ কড়া করা হয়েছে। দিঘায় আসা যে কোনও পর্যটকদের নাম নথিভুক্ত করতে হয় ই-পোর্টেল। সেই সঙ্গে জমা দিতে হয় বৈধ তথ্য। হোটেল কর্তৃপক্ষের কাছে তার কি বৈধ তথ্য দিয়েছিলেন? ভুয়ো সচিত্র পরিচয়ত্র তাঁরা কোথা থেকে পেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। দুই অভিযুক্তের কাছে থেকে বিস্ফোরণ সংক্রান্ত ঘটনার তদন্তের পাশাপাশি এই সব তথ্যও জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন। রামেশ্বরম কাফে বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্ত গ্রেফতার করল এনআইএ, গা–ঢাকা কাঁথিতে

আরও পড়ুন। বেঙ্গালুরু বিস্ফোরণের পর কলকাতার হোটেলে ছিল সন্দেহভাজন জঙ্গিরা! নাম কী লিখেছিল?