Man sues 50 woman over Dating Issue: ডেটিংয়ের অভিজ্ঞতা ভালো নয়, বলতেই ৫০ মহিলার বিরুদ্ধে মামলা ব্যক্তির

এই ঘটনা আমেরিকার ক্যালিফোর্নিয়ার। সেখানের বাসিন্দা স্টুয়ার্ট লুকাস মুরে ৫০ জন মহিলার বিরুদ্ধে করে দিয়েছেন ২.৬ মিলিয়ন মার্কিন ডলারের মামলা। কেন করেছেন? তাঁর অভিযোগ, ফেসবুক পেজে খোলাখুলিভাবে তাঁর বিরুদ্ধে ডেটিংয়ে বাজে অভিজ্ঞতা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ৫০ জন মহিলা। কাল বিলম্ব না করে তাঁদের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন মুরে।

কেলি গিবন নামের এক মহিলা, স্টুার্টের সঙ্গে সদ্য ডেট করেছেন। এক ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের আলাপ। এবার ফেসবুকে কেলি আরও একটি গ্রুপে রয়েছেন। যে গোষ্ঠীর নাম ‘আর উই ডেটিং দ্য সেম গাই?’ অর্থাৎ ‘আমরা কি একই ব্যক্তিকে ডেট করছি?’ সেই ফেসবুক পেজেই স্টুার্টের সঙ্গে ডেট করা ৫০ জন মহিলা দাবি করেছেন যে, তাঁদের অভিজ্ঞতা ভালো ছিল না স্টুয়ার্টকে নিয়ে। স্টুয়ার্টকে তাঁরা ‘খারাপ ডেট’ বলেও অভিহিত করেন। এরপরই যারপরনাই রেগে যান স্টুয়ার্ট। কেলি বলছেন, ২০২২ সালে প্রথম ফোন ডেট-এই খুব রুক্ষ মেজাজে ছিলেন স্টুয়ার্ট। ওই গ্রুপে থাকা আরও ১০ হাজার মহিলাকে কেলি সতর্কও করেছেন। তাঁদের তিনি স্টুয়ার্ট সম্পর্কে সতর্ক করে দেন। কেলির পোস্ট ভাইরাল হয়। সকলেই এই ব্যক্তি সম্পর্কে তাঁর বান্ধবীকে সতর্ক করতে থাকেন। স্টুয়ার্ট পাল্টা দাবি করেন, ওই ফেসবুক পোস্টে তাঁর সম্পর্কে উল্টো পাল্টা লেখা হয়। সমস্ত তথ্যই সেখানে ভুয়ো। স্টুয়ার্ট বলছেন, বিভিন্ন ধরনের মিথ্যা কথার সমাহার সেই পোস্ট। সেখানে একটি খুনের ঘটনায় স্টুয়ার্টকে সন্দেহভাজন বলেএ উল্লেখ করা হয়েছে। এছাড়াও ঘরোয়া ঝগড়ায় স্টুয়ার্ট অভিযুক্ত এমন দাবিও করা হয়। স্টুয়ার্টের দাবি, তাঁর প্রেমজীবন নষ্ট করে দিয়েছে ওই একটি ভাইরাল পোস্ট। তাঁর ভাবমূর্তি, তাঁর জীবনে চাকরির সুযোগ সব নষ্ট করে দিয়েছে তাঁর বিরুদ্ধে লেখা ওই পোস্ট।

(প্রেম তো করেন! ডেটিং কত রকমের হয় জানেন? সঙ্গীকে চমকে দেওয়ার টিপস)

এই মামলা লড়ার জন্য অনুদান সংগ্রহের জন্যও একটি সোশ্যাল মিডিয়া পেজ খোলেন স্টুয়ার্ট। সেখানে তিনি এই মহিলাদের বিরুদ্ধে বাকি পুরুষদের থেকে সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছেন। মামলায় অভিযোগ বহু ধরনের। স্টুয়ার্ট বলছেন, তাঁর অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করেছেন মহিলারা, তাঁর সম্পর্কে খোঁজ নিয়েছেন, তাঁকে হেনস্থা করতে ষড়যন্ত্র করা হয়েছে। পাল্টা মহিলাদের দাবি, আইন দেখিয়ে স্টুয়ার্ট তাঁদের ভয় দেখাচ্ছেন। মামলায় এক বিচারপতি বলেছেন, ভেনিসা ভালডেজ নামের মহিলা স্টুয়ার্ট সম্পর্কে যা বলেছেন, তা বলে তিনি তাঁর মত প্রকাশ করেছেন, তাতে কোনও ভুল নেই।