খাবার দিতে গিয়ে দামি জুতো চুরি করল ডেলিভারি বয়! ভিডিয়ো ফাঁস হতেই বিপাকে Swiggy

বিশ্বাস ও সততা, আজকাল প্রায় বিলুপ্ত। খিদে পেলেই দরজার বাইরে অনলাইন খাদ্য ডেলিভারি সংস্থার আনাগোনা যে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে, তা সত্যিই ছিল ধারণার বাইরে। খাবার ডেলিভারি দিতে এসে দামি জুতো চুরি করে নিয়ে চলে গেল ডেলিভারি বয়। অত্যন্ত সন্তর্পণে করা তাঁর এই চুরির ভিডিয়োটি ভাবাচ্ছে আমজনতাকে। এমন অন্যায় কাজের পরিপ্রেক্ষিতে, ওই ডেলিভারির সংস্থার প্রতিক্রিয়া জানলেও হতবাক হতেই হবে।

৯ এপ্রিল গুরুগ্রামের একটি সোস্যাইটিতে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি সুইগির ডেলিভারি বয়ের ওই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একজন ব্যবহারকারীর শেয়ার করা এই ভিডিয়ো দেখে রীতিমত ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। কারণ ভিডিয়ো ক্লিপটি জুড়ে ওই ডেলিভারি বয়ের অত্যন্ত অন্যায় কাজকেই হাইলাইট করা হয়েছে।

কী দেখা গিয়েছে ভিডিয়োতে

ভিডিয়োতে দেখা গিয়েছে যে গুরুগ্রামের সুইগি ইন্সটামার্টের ডেলিভারি বয় সিঁড়ি দিয়ে উঠে আসছে। এর পর সে যথারীতি ফ্ল্যাটের ডোরবেল বাজায়। চারিদিকে তাকাতে ডাকতে ওই ডেলিভারি বয় দরজার কাছে দেখতে পায় যে বেশ কিছু দামি জুতো রাখা আছে। ক্লিপতিতে আরও দেখা গিয়েছে যে ওই ব্যক্তি কিছুক্ষণ এই জুতাগুলোর দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে শুরু করেন। তারপর মালিক দরজা খুলে খাবার নিয়ে নেওয়ার পরেই ঘটে আসল ঘটনাটি। এর পরে, সে তার মাথায় রাখা তোয়ালে দিয়ে তার মুখ মুছে এবং চারপাশে তাকায়। কেউ দেখছে কিনা ভালো করে দেখে। এরপর কাউকে কোথাও না দেখতে পেয়ে কিছুক্ষণ পর ওই জুতো জোড়া তোয়ালে মুড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রোহিত অরোরা নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেছেন যে ড্রপ এবং পিক-আপ পরিষেবার ডেলিভারি বয় তাঁর বন্ধুর ফ্ল্যাটের বাইরে রাখা জুতো চুরি করেছে। এমনকি কোম্পানি তার যোগাযোগও শেয়ার করেননি বলে অভিযোগ রয়েছে। অবস্থা বেগতিক দেখে এই ভিডিয়োতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে সংস্থাটি। সুইগি লিখেছে যে আমরা আমাদের ডেলিভারি অংশীদারদের কাছ থেকে আরও ভাল আশা করি। আসুন আমরা সরাসরি মেসেজে কথা বলি যাতে আমরা আপনাকে আরও ভাল সহায়তা প্রদান করতে পারি।

  • নেটিজেনদের প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিয়ো দেখে নেটিজেনরাও অত্যন্ত রেগে গিয়েছেন। এখনও পর্যন্ত সাত লাখের বেশি মানুষ দেখেছেন এই ভিডিয়োটি। তা দেখে অনেকেই অবাক হয়েছেন। ডেলিভারি ব্যক্তির এই কর্মকাণ্ডের নিন্দা করেছেন তাঁরাও। এখন অনেকেই আবার রোহিতকে অভিযোগ করার পরামর্শও দিচ্ছেন। কেউ কেউ সিসিটিভি ক্যামেরার পরিষ্কার ছবির প্রশংসাও করেছেন। একইসঙ্গে একজন ব্যবহারকারী লিখেছেন যে ওই ব্যক্তি অন্তত নিজের ভুল স্বীকার করুক এবং জুতো দামটা ফিরিয়ে দিক। অন্য ব্যবহারকারীরা লিখেছেন, এইভাবে জুতো হারানোও ঠিক নয়।