গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান পোপের

অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার (১২ এপ্রিল) এই আহ্বান জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

৮৭ বছর বয়সী পোপ রোজার শেষ উপলক্ষে আল আরাবিয়া নেটওয়ার্কের কাছে বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি হতে পারে। সেখানে মানবিক সহায়তা প্রবেশ করছে। যারা দুর্ভোগে আছেন, তাদের কাছে সহায়তা পৌছেঁ দেওয়া হবে। এছাড়া ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে।

যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া, লেবানন ও সমগ্র মধ্যপ্রাচ্য নিয়েও কথা বলেছেন ফ্রান্সিস।

তিনি বলেন, যথেষ্ট যুদ্ধ হয়েছে, এবার বন্ধ করো।

তিনি আরও বলেন, তোমরা অস্ত্রের সংঘাত ছেড়ে দাও। একবার শিশুদের কথা ভাবো। সব শিশুকেই নিজের সন্তান মনে করো। তাদের আশ্রয়স্থল, পার্ক ও স্কুল প্রয়োজন, গণকবর বা বোমা নয়।