IPL 2024: “It was crucial to get wickets in middle overs”: Kuldeep Yadav on victory against Lucknow Super Giants get to know

লখনউ: গতকাল চলতি আইপিএলে (IPL 2024) নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। আর সেই জয়ের অন্য়তম কারিগর কুলদীপ যাদব। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ২০ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৩ উইকেট। মাঝের ওভারগুলোতে কুলদীপের বোলিংয়ের সামনেই পরপর উইকেট হারাতে থাকে লখনউ ব্রিগেড। ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন কুলদীপ (Kuldeep Yadav)। 

গতকাল ম্য়াচের পর কুলদীপ বলেন, ”আমি যখন চোট পেয়েছিলাম, তখন পরিস্থিতি একদমই ভাল ছিল না। দিল্লি মিডল ওভারে উইকেট তুলতে পারছিল না। প্রথম ম্য়াচের পরই চোট পেয়েছিলাম। তাই মাঠের বাইরেই বসে থাকতে হচ্ছিল। তবে আমি প্যাট্রিকের ওপর কৃতজ্ঞ। আমাকে ফিট করে তুলতে পেরেছিলেন ওঁ। তিনটি উইকেটই আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। মাঝের ওভারে এই উইকেট গুলো তুলে নেওয়াতে রান রেটেও ফারাক দেখা গিয়েছিল। তবে প্রথম ও দ্বিতীয় উইকেটটি স্পেশাল আমার কাছে।” 

গতকাল কে এল রাহুল, মার্কাস স্টোইনিস ও নিকোলাস পুরাণের তিনটি উইকেট তুলে নেন কুলদীপ। বাঁহাতি স্পিনার আরও বলেন, ”আমি পুরাণের বিরুদ্ধে এর আগেও খেলেছি। ওকে কোন বল করতে হবে, তা আমি জানতাম। আমার পরিকল্পনা নিয়ে আমি পরিষ্কার ছিলাম। স্পিনার হিসেবে শুধু নিজের লেংথটা সঠিক রাখার চেষ্টা করছিলাম। নিজের দক্ষতা সম্পর্কে আমি জানি। তাই আত্মবিশ্বাসীও ছিলাম।”

গতকাল ডি আর ইস্যুতে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন দিল্লি অধিনায়ক পন্থ। সেই ইস্যু নিয়ে কুলদীপকে প্রশ্ন করা হলে চায়নাম্য়ান বলেন, ”যখনই আমি মনে করি ডিআরএস কল ফিফটি-ফিফটি, আমি এটির জন্য চাপ দেওয়ার চেষ্টা করি। কিন্তু যখনই ৬০-৪০ সম্ভাবনা থাকে, তখন পন্থের কথা শোনার চেষ্টা করি। একজন বোলার হিসেবে আমি সবসময় ডিআরএস নিতে চাই।”

এদিকে, গতকাল দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট করতে নেমে নজর কাড়লেন জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক। তিন নম্বরে ব্য়াট করতে নেমে ৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। লুঙ্গি এনগিডির পরিবর্ত হিসেবে জ্যাককে দলে নিয়েছিল দিল্লি। তাঁর দুরন্ত ব্য়াটিংয়ের সুবাদেই ১১ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে যায় দিল্লি। নিজের ইনিংসে দুটি চার ও পাঁচ ছক্কায় সাজানো তাঁর ইনিংস। আইপিএলে খেলতে আসার আগে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে নজর কেড়েছিলেন। দিল্লি পরের ম্য়াচেও জ্যাককে খেলাবে, এমনটাই মনে করা হচ্ছে।

আরও দেখুন