IPL 2024 Mumbai Indians all rounder cum captain Hardik Pandya fitness under scanner as MI star not bowling regularly, see in pics

হার্দিক পাণ্ড্য কি পুরো ফিট? নাকি চোট লুকিয়ে খেলছেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে? গুরুতর প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলছেন নিউজ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল। যিনি একটি ক্রিকেট ওয়েবসাইটের বিশেষজ্ঞ হিসাবে আইপিএলের সঙ্গেই যুক্ত।

জল্পনা ছড়িয়েছে কারণ, অলরাউন্ডার হার্দিককে বল করতে দেখা যাচ্ছে না। এর আগে পিঠের চোটে যখন কাবু হয়ে পড়েছিলেন বঢোদরার পেসার অলরাউন্ডার, তখন শুধু ব্যাটার হিসাবেই খেলতেন। যা নিয়ে বিতর্কও কম হয়নি। কেন আধাফিট হার্দিককে খেলানো হচ্ছে, সেই প্রশ্নও উঠেছে নিরন্তর।

জল্পনা ছড়িয়েছে কারণ, অলরাউন্ডার হার্দিককে বল করতে দেখা যাচ্ছে না। এর আগে পিঠের চোটে যখন কাবু হয়ে পড়েছিলেন বঢোদরার পেসার অলরাউন্ডার, তখন শুধু ব্যাটার হিসাবেই খেলতেন। যা নিয়ে বিতর্কও কম হয়নি। কেন আধাফিট হার্দিককে খেলানো হচ্ছে, সেই প্রশ্নও উঠেছে নিরন্তর।

পরে অবশ্য চোট সারিয়ে বোলিং শুরু করেন হার্দিক। দেশের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপে পেসার অলরাউন্ডার হিসাবেই ভারতের জার্সিতে খেলছিলেন।

পরে অবশ্য চোট সারিয়ে বোলিং শুরু করেন হার্দিক। দেশের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপে পেসার অলরাউন্ডার হিসাবেই ভারতের জার্সিতে খেলছিলেন।

যদিও বিধি বাম। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নিজের বলে ফলো থ্রুতে একটি শট পায়ে করে রুখতে গিয়ে গোড়ালিতে গুরুতর চোট পান হার্দিক। বিশ্বকাপ থেকেও ছিটকে যান।

যদিও বিধি বাম। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নিজের বলে ফলো থ্রুতে একটি শট পায়ে করে রুখতে গিয়ে গোড়ালিতে গুরুতর চোট পান হার্দিক। বিশ্বকাপ থেকেও ছিটকে যান।

আইপিএলের ঠিক আগে তিনি মাঠে ফিরেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিতে ওপরের দিকের বন্ধনীতে তাঁকে রাখা হয়েছে। যা নিয়ে ইরফান পাঠানের মতো প্রাক্তন তারকারাও প্রশ্ন তুলেছিলেন। কী কারণে ঈশান কিষাণ বা শ্রেয়স আইয়ারকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হলেও হার্দিককে রেখে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বঢোদরারই প্রাক্তন অলরাউন্ডার ইরফান।

আইপিএলের ঠিক আগে তিনি মাঠে ফিরেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিতে ওপরের দিকের বন্ধনীতে তাঁকে রাখা হয়েছে। যা নিয়ে ইরফান পাঠানের মতো প্রাক্তন তারকারাও প্রশ্ন তুলেছিলেন। কী কারণে ঈশান কিষাণ বা শ্রেয়স আইয়ারকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হলেও হার্দিককে রেখে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বঢোদরারই প্রাক্তন অলরাউন্ডার ইরফান।

বিতর্ক তৈরি হয়েছিল রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের হাতে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের ভার তুলে দেওয়া নিয়েও। মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকেরাও যেটা মেনে নিতে পারেননি। এমনকী, আইপিএল চলাকালীন হার্দিক ও রোহিতের সমর্থকেরা দুই ভাগে ভাগ হয়ে গিয়ে বচসা, হাতাহাতিতে জড়াচ্ছেন বলেও অভিযোগ।

বিতর্ক তৈরি হয়েছিল রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের হাতে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের ভার তুলে দেওয়া নিয়েও। মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকেরাও যেটা মেনে নিতে পারেননি। এমনকী, আইপিএল চলাকালীন হার্দিক ও রোহিতের সমর্থকেরা দুই ভাগে ভাগ হয়ে গিয়ে বচসা, হাতাহাতিতে জড়াচ্ছেন বলেও অভিযোগ।

এরই মাঝে নিউজ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল প্রশ্ন তুললেন, হার্দিক কি চোট লুকিয়ে খেলছেন আর সেই কারণেই তিনি নিয়মিত বোলিং করছেন না?

এরই মাঝে নিউজ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল প্রশ্ন তুললেন, হার্দিক কি চোট লুকিয়ে খেলছেন আর সেই কারণেই তিনি নিয়মিত বোলিং করছেন না?

চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম দুই ম্যাচে বল করেছিলেন হার্দিক। এমনকী, নতুন বলে তিনি বোলিং শুরুও করেছিলেন। কিন্তু যেটা ডুল-সহ অনেককেই হতবাক করেছে, তা হল রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস – মুম্বই ইন্ডিয়ান্সের পরপর দুই ম্যাচে বোলিংই করেননি হার্দিক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুম্বইয়ের শেষ ম্যাচেও মাত্র এক ওভার বল করেছেন। তারপর থেকেই হার্দিকের ফিটনেস নিয়ে জল্পনা আরও গাঢ় হয়েছে।

চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম দুই ম্যাচে বল করেছিলেন হার্দিক। এমনকী, নতুন বলে তিনি বোলিং শুরুও করেছিলেন। কিন্তু যেটা ডুল-সহ অনেককেই হতবাক করেছে, তা হল রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস – মুম্বই ইন্ডিয়ান্সের পরপর দুই ম্যাচে বোলিংই করেননি হার্দিক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুম্বইয়ের শেষ ম্যাচেও মাত্র এক ওভার বল করেছেন। তারপর থেকেই হার্দিকের ফিটনেস নিয়ে জল্পনা আরও গাঢ় হয়েছে।

ডুল বলেছেন, ‘হার্দিক প্রথম ম্যাচে নতুন বলে বল করে যেন বার্তা দিল, তারপর আর প্রয়োজনই হচ্ছে না বল করার? ওর চোট রয়েছে। ওর কিছু একটা সমস্যা তো আছেই। ও হয়তো সেটা মুখে বলছে না। কিন্তু নিশ্চিতভাবে ওর সমস্যা রয়েছে।’

ডুল বলেছেন, ‘হার্দিক প্রথম ম্যাচে নতুন বলে বল করে যেন বার্তা দিল, তারপর আর প্রয়োজনই হচ্ছে না বল করার? ওর চোট রয়েছে। ওর কিছু একটা সমস্যা তো আছেই। ও হয়তো সেটা মুখে বলছে না। কিন্তু নিশ্চিতভাবে ওর সমস্যা রয়েছে।’

হার্দিক নিজে জানিয়েছেন, সঠিক সময়ে বোলিং করবেন। কিন্তু সেটা কবে বা কোন ম্যাচে, নীরব থেকেছেন। তারপর থেকেই জল্পনা আরও মাথাচাড়া দিয়েছে। তাহলে কি আইপিএলের লোভনীয় আর্থিক চুক্তির জন্য চোট গোপন করে খেলে চলেছেন হার্দিক?

হার্দিক নিজে জানিয়েছেন, সঠিক সময়ে বোলিং করবেন। কিন্তু সেটা কবে বা কোন ম্যাচে, নীরব থেকেছেন। তারপর থেকেই জল্পনা আরও মাথাচাড়া দিয়েছে। তাহলে কি আইপিএলের লোভনীয় আর্থিক চুক্তির জন্য চোট গোপন করে খেলে চলেছেন হার্দিক?

Published at : 13 Apr 2024 01:31 PM (IST)

আরও জানুন আইপিএল

আরও দেখুন