Paris Olympics 2024: Manika Batra-Sathiyan fail to bag Olympics 2024 quota get to know

নয়াদিল্লি: প্য়ারিস অলিম্পিক্সের (Paris Olympicas) মিক্সড ডাবলসে এই জুটিকে নিয়ে অনেক আশা ছিল। কিন্তু অলিম্পিক্সের যোগ্যতাই অর্জন করতে পারলেন না মণিকা বাত্রা (Manika Batra) ও সাথিয়ান গণেশান। মালয়েশিয়ান জুটি জাভেন চুং ও কারেন লিনর কাছে হেরে গেলন মণিকা ও সাথিয়ান জুটি। ওয়ার্ল্ড মিক্সড ডাবলস টেবিল টেনিস অলিম্পিক্স কোয়ালিফিকেশনের লড়াইয়ে বিশ্বের ১৫৩ নম্বর জুটির কাছে হেরে গেলেন মণিকা-সাথিয়ান। 

কিছুদিন আগেই প্রকাশিত আইটিটিএফ মিক্সড ডাবলস ক্রমতালিকায় ১৮ নম্বর স্থানাধিকারী ১-৪ ব্যবধানে হেরে যান মণিকারা। খেলার ফল মালয়েশিয়ার জুটির পক্ষে ১১-৯, ১১-৯, ১১-৯, ৭-১১, ১১-৮। বৃহস্পতিবার প্রথম নক আউট রাউন্ডেও হারতে হয়েছিল মণিকাদের। সেক্ষেত্রে এটাই ছিল শেষ সুযোগ তাঁদের কাছে। কিন্তু পারলেন না তাঁরা প্যারিস অলিম্পিক্সের টিকিট পাকা করতে। এর আগে প্রথম রাউন্ডেও সাথিয়ানরা হেরে গিয়েছিল ১-৪ ব্যবধানে। খেলার ফল ছিল তাঁদের বিপক্ষে ৭-১১, ১০-১২, ১১-৯, ৬-১১, ৬-১১। কােরিয়ান রিপাবলিকের জুটির বিরুদ্ধে হারতে হয় মণিকাদের। প্যারিস অলিম্পিক্সের জন্য পুরুষ ও মহিলাদের দলগত বিভাগে টেবিল টেনিসে যোগ্যতা অর্জন করে ফেলেছে ভারত।

এদিকে, গতকালই প্যারিস অলিম্পিক্সের শেফ দ্য মিশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মেরি কম। তাঁকে গত ২১ মার্চ ভারতীয় অলিম্পিক্স সংস্থার তরফ থেকে ‘শেফ দ্য মিশন’ পদে আসীন করা হয়েছিল। কিন্তু সেই দায়িত্ব থেকে সরলেন ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন কিংবদন্তি মহিলা বক্সার। ব্য়ক্তিগত কারণ দেখিয়ে এবার অব্যহতি চাইলেন মেরি কম। এক বিবৃতিতে মেরি জানিয়েছেন, ”সবসময়ই দেশের হয়ে খেলতে চেয়েছি। দেশের সেবা করতে চেয়েছি যে কোনওভাবে। এটাই আমার কাছে প্রাধান্য পেয়েছে সবসময়। যে সুযোগ পেয়েছিলাম তা বিশেষ সম্মানের। আমি দায়িত্ব পালন করতে মানসিক ভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, ব্যক্তিগত সমস্যার জন্য এই দায়িত্ব পালন করতে পারব না। তাই আমি পদত্যাগ করতে চাই।” যদিও এখানেই অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন। বিশেষ কর মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের গা ছাড়া মনোভাব নিয়ে এর আগেও বিভিন্ন সময় মুখ খুলেছিলেন মেরি। কিন্তু কোনও কাজ হয়নি। মণিপুরের হিংসা গোটা দেশের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। হতেই পারে মেরি এই জন্য এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য, আগামী ২৬ জুলাই থেকে শুরু প্যারিস অলিম্পিক্স। 

আরও দেখুন