Rishabh Pant argues with umpire over review call in LSG vs DC match get to know

লখনউ: ডিআরএস ইস্যুতে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি। বিতর্কের কেন্দ্রে ঋষভ পন্থ (Rishabh Pant)। লখনউ (Lucknow Supergiants) ম্যাচে নিজেই ভুল করে ডি আর এস নিলেন। এরপর ভুল বুঝতে পেরে আবার আম্পায়ােরের সঙ্গে তর্কেও জড়ালেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি উইকেট কিপার ব্য়াটার অ্য়াডাম গিলক্রিস্ট দিল্লি অধিনায়কের শাস্তির দাবিও তুলেছেন। তাঁকে আর্থিক জরিমানা করা উচিত বলে মনে করেন গিলি। 

ঘটনাটি ঘটে লখনউয়ের ব্যাটিংয়ের সময় চতুর্থ ওভারে। ইশান্ত শর্মা বল করছিলেন। তাঁর একটি বল আম্পায়ার ওয়াইড ঘোষণা করেন। দেবদত্ত পড়িক্কল ব্যাটিং করছিলেন। সেই সময় লেগস্ট্য়াম্পের বাইরে দিয়ে একটি বল পন্থের কাছে যায়। আম্পায়ার সেটি ওয়াইড ঘোষণা করেছিলেন। কিন্তু দিল্লি অধিনায়কের তা পছন্দ হয়নি। এরই মধ্যে ডি আর এসের জন্য ভাবতে ভাবতেই তেমনই ইঙ্গিত দিয়ে ফেলেন। আর মাঠের আম্পায়ারও সঙ্গে সঙ্গে তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত জানানোর বার্তা পাঠান। কিন্তু পন্থের মনে হয় যে তিনি ডি আর এস নেননি। তিনি শুধু ভাবছিলেন। তবে আম্পায়ার সেই যুক্তি মানেননি। অবশেষে থার্ড আম্পায়ারকেও দেখা যায় যে ইশান্তের ডেলিভারিটি যে ওয়াইডই ছিল তা জানাতে। এরই মাঝে পন্থকে দেখা যায় বেশ কিছুক্ষণ আম্পায়ারের সঙ্গে তর্ক করতে। দিল্লির একটি রিভিউও নষ্ট হয়।

এদিকে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই পন্থের দিকেই আঙুল তুলেছেন। তাঁদের বক্তব্য পন্থ অপরিণত অধিনায়ক। সিরিয়াসনেস নেই। কুছ পরোয়া নেহি মনোভাব কাজ করে তাঁর মধ্যে। এই বিষয়ে অ্য়াডাম গিলক্রিস্ট বলেছেন, ”আমি বিশ্বাস করি, ঋষভ যতই অভিযোগ করুক বা অন্য কোনও খেলোয়াড় অভিযোগ করুক না কেন, আম্পায়ারদের শুধু বলা উচিত, এখানেই শেষ করুন। তাদের দ্রুত এগিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এত কথা বললে তাকে জরিমানা করা উচিত ছিল।” উল্লেখ্য, গতকাল ম্য়াচে অবশ্য দিল্লি ক্য়াপিটালস জিতে যায় ৬ উইকেটে। লখনউ সুপারজায়ান্টস প্রথমে ব্যাটিং করতে নেমে গতকাল ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। এই নিয়ে চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিল পন্থের দল।

 

 

 

আরও দেখুন