Asian Wrestling Championships 2024: Radhika wins silver medal get to know

কিরঘিস্তান: এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে (Asian Wrestling Championship 2024) রুপো জিতলেন ভারতের রাধিকা পাওয়ার (Radhika Pawar)। ২৩ বছরের এই তরুণী ৬৮ কেজি বিভাগে রুপো জিতেছেন এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে। কিরঘিস্তানের আয়োজিত টুর্নামেন্টে রুপো জিতলেন রধিকা। ৫০ কেজি বিভাগে রুপো জিতলেন ভারতের শিবানী পাওয়ার। তবে আশা জাগিয়েও ৫৯ কেজি বিভাগে পুষ্পা ও ৭৬ কেজি বিভাগে প্রিয়া পদক জিততে পারেননি।

কোয়ার্টার ফাইনালে কাজাখাস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেমিতে পৌঁছেছিলেন রাধিকা। ফল ছিল রাধিকার পক্ষে ১২-২। অন্য়দিকে সেমিতে কিরঘিস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতে গিয়েছিলেন রাধিকা। সোনা জয়ের লড়াইয়ে নেমেছিলেন এই তরুণী। জাপানের নোনোকা ওজাকির বিরুদ্ধে খেলা ছিল সোনা জয়ের লড়াইয়ে। সেখানে ১৫-২ ব্যবধানে হেরে যান রাধিকা। রুপো জেতেন তিনই।

শিবানী দিনের শুরুটা করেছিলেন ৮-৬ ব্য়বধানে বাউট জিতে। কম্বোডিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি। তবে চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৪-০ ব্য়বধানে হেরে যান শিবানী। 

উল্লেখ্য, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ হল এশিয়ান অ্যাসোসিয়েটেড রেসলিং কমিটি অর্থাৎ এএডব্লিউসি দ্বারা আয়োজিত রেসলিং এশিয়ান চ্যাম্পিয়নশিপ।  ১৯৭৯ সালে প্রথমবার এই টুর্নামেন্টটি শুরু হ.য়েছিল। পুরুষ দল অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। এরপর ১৯৯৬ সাল থেকে মহিলাদের টুর্নামেন্টেও শুরু হয়। 

ঘরের মাঠে দ্বিতীয় জয় নাইটদের

এদিকে আইপিএলে কেকেআর তাদের ঘরের মাঠে দ্বিতীয় জয় ছিনিয়ে নিল। লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে এদিন জয় ছিনিয়ে নিল তারা। প্রথমে ব্যাটিং করতে নেমে লখনউ শিবির নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১৬১ রান তুলে নিয়েছিল। জবাবে ব্যাটিং করতে নেমে কেকআর ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। কেকেআরের বোলিং ব্রিগেডে এদিন সবচেয়ে সফল ছিলেন মিচেল স্টার্ক। তিনি এদিন তিনটি উইকেট একাই নেন। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন স্টার্ক। একটি করে উইকেট পান বৈভব আরোরা, নারাইন, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল। 

রান তাড়া করতে নেমে দ্রুত নারাইন ও অঙ্গকৃষের উইকেট হারায় কেকেআর। তবে ফিল সল্ট শ্রেয়স আইযারকে সঙ্গে নিয়ে ম্য়াচে দলের জয় নিশ্চিত করেন। ১৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্য়ে ৪৭ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন সল্ট। শ্রেয়স ৩৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। 

আরও দেখুন