Shamar Joseph on IPL debut Creates unwanted record KKR vs LSG IPL 2024 Eden Gardens

কলকাতা: গাব্বায় তাঁর বোলিংয়ে বিধ্বস্ত হয়েছিল অস্ট্রেলিয়া। ঐতিহাসিক সেই টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের নায়ক শামার জোসেফকে (Shamar Joseph) চলতি আইপিএল (IPL 2024) মরশুমে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে (KKR vs LSG) আজ, ১৪ এপ্রিল, রবিবারই নিজের অভিষেক ঘটান তিনি। তবে শুরুটা শামারের জন্য খানিকট দুঃস্বপ্নের মতোই হল।

লখনউয়ের বোলিং ইনিংসের প্রথম ওভারেই জোসেফের হাতে বল হাতে দেওয়া হয়। কিন্তু তিনি আইপিএলে নিজের প্রথম ওভারেই ২২ রান খরচ করলেন। অতিরিক্তই উঠল ১০ রান। এই মরশুমে ইনিংসের প্রথম ওভারে কোনও দলের এটাই সর্বোচ্চ রান। লখনউয়ের হয়ে ইনিংসের প্রথম ওভারেও আর কোনও বোলার এত রান খরচ করেননি। তবে বোলার হিসাবে আইপিএল ইতিহাসে নিজের প্রথম ওভারে সর্বোচ্চ রান দেওয়ার ক্ষেত্রে শামার ষষ্ঠ স্থানে। কেকেআরে ইতিহাসে এটা রানের বিচারে দ্বিতীয় সফলতম ওভার।

শুরুটা দুরন্তভাবে করলেও অবশ্য শেষের কয়েক ওভারে মহসিন খানের সুবাদে লখনউ নাইটদের রান খানিকটা চাপতে সক্ষম হয়। তবে ১০ ওভারেই দুই উইকেট হারিয়ে শতরানের গণ্ডি পার করে ফেলেছে কেকেআর। হাফসেঞ্চুরি করেছেন ফিল সল্ট। বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে কেকেআর যে মরশুমের চতুর্থ জয়ের দিকে অগ্রসর। তা বলাই বাহুল্য।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দাম নিয়ে বিদ্রুপের শিকার হচ্ছিলেন, বল হাতেই জবাব দিলেন, ইডেনে স্টার্কের পুনর্জন্ম 

আরও দেখুন